আপ্তবাক্য

‘‘তোমার মূল্যহীন  টাকাগুলো অন্যকে ব্যবহারের সুযোগ দিয়ে সেগুলোকে মূল্যবান করে নিতে হবে৷ তাই বলি পার্থিব সম্পদের অন্যতম বিনিময়-মাধ্যম এই অর্থের উচিত ব্যবহার  জানে না প্রকৃতপক্ষে তারা সমাজদ্রোহী৷ সমাজের  যেটা প্রাণের কথা সেই ‘একসঙ্গে চলার ভাব’              তাদের মধ্যে নেই৷ মুখে ৰড় ৰড় কথা  বলে মানবিক অধিকার প্রতিষ্ঠা করা যায় না৷ এই মূল্যবোধের  পরিচয় ছোট বড় প্রতিটি কাজের মধ্যে দিয়েই দিতে হয়৷ আর এই কাজগুলোর একমাত্র কারণ না হলেও অন্যতম হচ্ছে আর্থিক ক্ষেত্রে মানবিকতাকে স্বীকৃতি দেওয়া৷                                ---শ্রীপ্রভাতরঞ্জন সরকার