‘‘ইতিহাসে দেখা গেছে, যখনই মানুষ ধার্মিক, সামাজিক, অর্থনৈতিক বা অন্য কোনো ক্ষেত্রে স্পষ্ট কথা বলেছে, সন্দেহের নিরসন করেছে বা অন্যায়ের প্রতিবাদ করেছে তখনি তার বিরুদ্ধে পাপশক্তি ষড়যন্ত্র করছে, বিষ প্রয়োগ করেছ, ক্ষেপে মরীয়া হয়ে উঠেছে, ক্ষমতার অপব্যবহার করছে৷ নিষ্ঠুরভাবে আঘাতের পর আঘাত হেনেছে, কিন্তু সেই আঘাতই আবার প্রত্যাহত হয়ে তার কাছে ফিরে গেছে৷ নিজের আঘাতের প্রত্যাঘাতেই পাপশক্তি বিনষ্ট হয়েছে৷ তোমরা জেনে রেখো, ইতিহাসের অমোঘ বিধানে পাপশক্তি বিধবস্ত হতেই হবে৷’’
---শ্রীপ্রভাতরঞ্জন সরকার
- Log in to post comments