July 2017

জঙ্গী হামলায় নিহত  ৭ জন অমরনাথ তীর্থযাত্রী

পি.এন.এ, শ্রীনগর ঃ অমরনাথ তীর্থযাত্রীদের ওপর গত ৭ই জুলাই আকস্মিকভাবে জঙ্গী আক্রমনে ৭জন তীর্থযাত্রী ঘটনাস্থলে নিহত হয়৷ গুরুতর আহত ৩৫ জন৷ আহতদের মধ্যে ৫জন পুলিশকর্মী৷ জম্মু-কশ্মীর হাইওয়ের বাতেঙ্গু এলাকায় তীর্থযাত্রী বোঝাই বাসে জঙ্গী হামলা হয়৷

হঠকারী বিমল গুরুং ও তাঁর সহকর্মীদের ক্ষমতালিপ্সার জন্যে পাহাড়ের মানুষ অবর্ণনীয় কষ্টের মধ্যে

বিমল গুরুংদের নেতৃত্বে দার্জিলিংয়ে ৮ই জুন থেকে একটানা বন্ধ ও সারা পাহাড়ে হিংসাত্মক আন্দোলনের ফলে দার্জিলিংয়ের সাধারণ মানুষ অবর্ণনীয় কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে৷ খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে৷  চাল-গম সহ বিভিন্ন খাদ্য সামগ্রীর দামও আকাশছোঁয়া৷ এদিকে সবার আয়ও বন্ধ৷ মনের ক্ষোভ প্রকাশ করতে পারছে না মোর্র্চ নেতা ও কর্মীদের ভয়ে৷

গোর্খাদের একটানা বন্ধের ফলে ১১ই জুলাই  খবর পাওয়া গেল ৮০ লরি চাল-ডাল সমতলে আটকে  আছে৷ এরফলে রাজ্য সরকারের প্রতিদিন ৪ লক্ষ টাকা ক্ষতি হচ্ছে৷

হায় সিরাজ, তোমার বাংলায় মিরজাফররা আজও বেঁচে আছে!

একর্ষি

পশ্চিমবঙ্গের অবিচ্ছেদ্য অঙ্গ দাজির্লিং পার্বত্য অঞ্চল৷ উত্তর সীমান্তে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র নেপাল৷ সীমান্ত পেরিয়ে কাজের ধান্দায় দলে দলে বিদেশী নেপালীরা পশ্চিমবঙ্গের দার্জিলিং-এ অনুপ্রবেশ করছে৷ পলাশীর যুদ্ধের ৩০ বছর (১৭৮৭) পর থেকে নেপালীদের দার্জিলিং এ আসা শুরু৷ ১৯৫০ সালের ভারত-নেপাল চুক্তি অনুয়ায়ী নেপালীরা ভারতে কাজ করতে পারবে ,থাকতে পারবে কিন্তু স্বাভাবিক নাগরিকত্ব পাবে না৷ স্মরণীয় অন্য দেশের নাগরিক হতে গেলে সংশ্লিষ্ট দেশের সংবিধান ও আইন-কানুনের প্রতি নিঃশর্ত আনুগত্যে অঙ্গীকার বদ্ধ হতে হয় ও পদ্ধতিগত কিছু বিষয় অনুসরণ করতে হয়৷  কিন্তু নেপালীরা কমিউনিষ্টদের প্ররোচনায় এসব কিছুরই ধার ধারেনি৷

দুই কন্যার কাঁধে লাঙলের জোয়াল!

আচার্য সত্যশিবানন্দ অবধূত

মধ্যপ্রদেশের বসন্তপুরের-গ্রামের একটি ছবি দেখে সবাই বিস্মিত৷ একটি গরীব চাষী পরিবাবের ছবি৷ বাবা লাঙ্গল ঠেলছেন৷ আর লাঙ্গলে জোয়াল টানছেন তার দুই কন্যা-কুন্তী আর রাধা৷ এইভাবে জমি চাষ করছেন সর্র্দর কাহালা নামে এক চাষী৷ বলদের বদলে এভাবে মেয়েদের দিয়ে হালচাষ করছেন কেন? উত্তর দিলেন বাবা--- আর্থিক সামর্থ্যের অভাবেই মেয়েদের পড়াশোনা বন্ধ  করে এইভাবে চাষের কাজে লাগিয়েছেন তিনি৷ বলদ কিনবার পয়সা তাঁর নেই৷ আর এভাবে চাষ না করলে পেটও চলে না৷ তাই বাধ্য- হয়ে এই কাজ করতে হচ্ছে৷

যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থায় ভারতের গণতন্ত্র সত্যই বড়োই সংকটের সম্মুখীন

প্রভাত খাঁ

ভারতের বহুদলীয় গণতন্ত্র আমাদের দীর্ঘ ৭০ বছরে একটা শিক্ষা দিয়ে চলেছে  তা হলো দেশ ও জাতির কথায় গুলি মেরে কি করে ছলে বলে আর কৌশলে দলকে ও দলের মহান নেতা-নেত্রীদের গদীতে বসানো যায় আর সেই সুযোগে  নিজেদের  আখের কামিয়ে জনগণের শ্মশান যাত্রার পথকে সুগম করা যায়৷

এ্যামার্টের উদ্যোগে রক্তদান শিবির

আনন্দমার্গ ইয়ূনিবার্র্সল রিলিফ টিম, নিউব্যারাকপুর শাখার উদ্যোগে গত ৭ই জুলাই স্থানীয় আনন্দমার্গ আশ্রমে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ এই রক্তদান শিবিরে বারাসাত, বনগাঁ, নিউব্যারাকপুর, ব্যারাকপুর, বাকড়া, খলপতা, কলকাতা প্রভৃতি এলাকা থেকে আগত প্রায় ৩৫ জন রক্তদান করেন৷

এখানে প্রতি বছরই অন্তত একবার করে গত ৭বছর ধরে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে আসছে৷ এই রক্তদান শিবির পরিচালনা করেন সর্বশ্রী সন্তোষ বিশ্বাস, দিলীপ বিশ্বাস, নির্মল পাল, হরলাল হাজারি, অরবিন্দ কর, দীপক দেব প্রমুখ৷

উপরাষ্ট্রপতি পদে বিরোধীদের  মনোনীত প্রার্থী গোপালকৃষ্ণ গান্ধী

ভারতের উপরাষ্ট্রপতি পদে ১৮ টি বিরোধী দল পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীকে প্রার্থীরূপে নির্র্বচিত করেছেন৷ উল্লেখ্য বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার রাষ্ট্রপতি পদে এন-ডি-এ প্রার্থী রামনাথ কোবিন্দকে সমর্থন করলেও উপরাষ্ট্রপতি বিরোধী জোটের মনোনীত প্রার্থীকে সমর্থন করছেন৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও স্বাভাবিকভাবেই গোপালকৃষ্ণ গান্ধীকে এইপদে সমর্থন করছেন৷

বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রারের বিরুদ্ধে  জাল নথিপত্রের অভিযোগ

নারী নির্যাতনের বলি

আসানসোলের হীরাপুর থানার বার্ণপুরে বাড়ী৷ নাম  সুলেখা যায়৷ কলেজের ২য় বর্ষে পড়াকালীন বিয়ে হয় বারাবণি থানার দোমবাণী বাজারের আনন্দ রায়ের সঙ্গে৷ বিয়ের পর স্বামীর বাড়ীর লোকেরা তাকে পড়ার সুযোগ তো দেয়ই নি, উপরস্তু কন্যাশ্রী প্রকল্পের ২৫ হাজার টাকা নেওয়ার জন্যে তারা মেয়েটির ওপর অত্যাচার করত৷ ওই টাকা সে দিতে অস্বীকার করায় স্বামী তাকে বাপের বাড়ীতে রেখে যায়৷ পরের দিন সুলেখা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে৷

আধার নাহলে আঁধার

রেশনকার্ডের সঙ্গে আধার কার্ড যুক্ত করা হল না হলে ২ টাকা কেজি চাল মিলবে না৷ জাতীয় খাদ্য সুরক্ষা মিলনে দারিদ্র্য সীমার নীচের মানুষের যে সস্তায় অর্র্থৎ ২ টাকা কেজি চাল দেওয়া হয় সে ব্যাপারে কেন্দ্রীয় সরকারের সতর্ক-বার্র্ত৷ অবিলম্বে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডকে সংযুক্ত করতে হবে৷ না হলে আগামী সেপ্ঢেম্বর মাস থেকে আর এই সস্তায় চাল মিলবে না৷

তাহলে যাদের এখনও আধার কার্ড হয় নি তাদের ক্ষেত্রে কী হবে ? এর উত্তর মিলছে না৷ তাই এখনও যাদের আধার কার্ড হয়নি---তাদের মনে আশংকা  তাদের বুঝি সস্তায় চাল মিলবে না৷ ফলে তাদের চরম খাদ্যসংকটে পড়তে হবে৷