জঙ্গী হামলায় নিহত ৭ জন অমরনাথ তীর্থযাত্রী
পি.এন.এ, শ্রীনগর ঃ অমরনাথ তীর্থযাত্রীদের ওপর গত ৭ই জুলাই আকস্মিকভাবে জঙ্গী আক্রমনে ৭জন তীর্থযাত্রী ঘটনাস্থলে নিহত হয়৷ গুরুতর আহত ৩৫ জন৷ আহতদের মধ্যে ৫জন পুলিশকর্মী৷ জম্মু-কশ্মীর হাইওয়ের বাতেঙ্গু এলাকায় তীর্থযাত্রী বোঝাই বাসে জঙ্গী হামলা হয়৷