বিশ্ব ব্যাডমিণ্টনে রূপো পেয়েও সকলের প্রশংসা কুড়োলেন সিন্ধু
ভারতের ব্যাডমিণ্টন তারকা পি ভি সিন্ধু গত ২৮ আগষ্ট গ্লাসগোতে জাপানী খেলোয়াড়ের বিরুদ্ধে স্বপ্ণের লড়াই লড়লেন৷ ১ ঘণ্টা ৪৯ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সিন্ধুকে রূপোর পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হ’ল৷ জাপানী খেলোয়াড় ওকুহারা সোনা জিতলেন৷ এই ফাইনাল ম্যাচের প্রতিটি মুহূর্ত্ত ছিল রুদ্ধশ্বাসে ভরা৷ যে কেউ জিততে পারে---এমন অবস্থা৷ অবশেষে ভারতের সিন্ধুকে হারিয়ে সোনা জিতে নি