পোড়া মাটির ভাঁড়
সপ্তমীতে হাঁটছি যখন ফুটপাতটা দিয়ে
দেখছি কতক যীশুর শিশু ময়লা দেহে শুয়ে,
বাপ-মা তাদের কাজের ফাঁকে মধ্যরাতে আসে
অষ্টমীতে শূন্য হাতে চোখের জলে ভাসে
নবমীতে সেই প্রভাতে বেরিয়ে শিশুর পিতা
সারাটা দিন ‘ভিৰা দিন’ বলছে তারই মাতা৷
ক’জন মিলে নদীর কূলে দাঁড়িয়ে ওরা চার
বিসর্জনের দিনে হাতে পোড়া মাটির ভাঁড়৷
- Read more about পোড়া মাটির ভাঁড়
- Log in to post comments