কীর্ত্তন ও তত্ত্বসভা
করলা গ্রাম মা সারদাময়ী আশ্রমে গত ১২ই মার্চ ৩ ঘন্টা অখণ্ড ‘বাবা নাম কেবলম্’ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন শেষে একটি তত্ত্বসভার আয়োজন করা হয়৷ এই সভায় আনন্দমার্গ দর্শন ও ধর্মের ওপর আলোচনা করেন আচার্য প্রসূনানন্দ অবধূত ও অনন্ত মালাকার৷ অনুষ্ঠানটির আয়োজন করেছিলেন ‘রবি গরাই’৷
গত১৩ই মার্চ কলেশ্বর লোকপাড়ায় ৩ঘন্টা অখণ্ড কীর্ত্তন, কীর্ত্তন পরিক্রমা ও তত্ত্বসভা অনুষ্ঠিত হয়৷ এখানে বক্তব্য রাখেন আচার্য মিতাক্ষরানন্দ অবধূত, আচার্য দেবোপমানন্দ অবধূত, আচার্য প্রজ্ঞাধীশানন্দ অবধূত, নিতাই মণ্ডল কেশব সিনহা প্রমুখ৷