মার্গীয় বিধিতে শ্রাদ্ধানুষ্ঠান
বীরভূম জেলার শ্যাওড়াকুড়ির বিশিষ্ট আনন্দমার্গী ডঃ সুভাষ মুখার্জী গত ১১ই অক্টোবর, বুধবার রাত ১১টার সময় নিজস্ব বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হৃদরোগে আক্রান্ত হয়ে৷ মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭২ বছর৷ তাঁর একপুত্র ও এক কন্যা বর্তমান৷ তিনি ১৯৭০ সালে আনন্দমার্গের আদর্শে দীক্ষা নেন৷