লেখক
জয়তী দেবনাথ
বাংলা আমার মায়ের ভাষা,
আপন নাড়ির টান৷
এই ভাষাতেই আমার সুখ,
আবেগ-অভিমান৷৷
আমি এই ভাষাতেই ছন্দ টেনে,
বাড়াই আবেগ যত৷
এই ভাষাতেই হাসি, কাঁদি,
গাই য়ে অবিরত৷৷
বাংলা গানে, সুরের টানে
আবেগি এই প্রাণ,
এই ভাষাতেই কেমন যেনো
আপন-আপন ঘ্রান৷৷
- Log in to post comments