আমরা এই পত্রিকায় Vote কে বোট লিখছি এই কারণে যে ইংরেজী V’ শব্দটির যথার্থ উচ্চারণ বাংলার অন্তস্থ-‘ব’৷ কিন্তু বর্তমান বাংলা বর্ণমালায় বর্গীয় - ৰ ও অন্তঃস্থ ‘ব’ একইভাবে লেখা হয়--- যা যুক্তিসঙ্গত নয়৷ কারণ বর্গীয় ‘ৰ’ --- অর্থাৎ (প, ফ -এর পর যে ব’ তার উচ্চারণ ইংরেজী B’ -এর মতো৷ তাই মহান দার্শনিক শ্রী প্রভাতরঞ্জন সরকারের অভিমত, বর্গীয় ‘ৰ’--- কে ‘’ -এইভাবে লেখা উচিত, আর অন্তঃস্থ ‘ব’ কে ‘ব’ যেমন লেখা হয় সেভাবেই লেখা উচিত৷
তাই ইংরেজী শব্দ Bat , Ball , Ban -কে বাংলায় লিখতে হবে যথাক্রমে ব্যাট, ৰল, ৰান
আর Vote, Veto , Van কে লিখতে হবে যথাক্রমে ‘বোট’ ‘বেটো’, ‘ব্যান’---এইভাবে৷ University - কে লিখতে হবে ইয়ূনিবার্সিটি---এইভাবে৷ U’ এর উচ্চারণ ‘ইয়ূ’---এটাই ধবনিবিজ্ঞান সম্মত৷ দ্রষ্টব্য --- শ্রী প্রভাতরঞ্জনের ‘ব্যকারণ বিজ্ঞান’
- Log in to post comments