লেখক
কৌশিক খাটুয়া
ভাই-বোনেদের নির্মল মন
মঙ্গল কামনায় মুগ্দ ভূবন৷
হৃদয় থেকে স্বতঃস্ফূর্ত
প্রীতি-সুধা ঝরে পড়ে,
কেউ যেন না নিঃসঙ্গতায় রয়
অবহেলায় অনাদরে৷
ভ্রাতৃপ্রীতির মঙ্গল গীতি
পৃথিবীর কোণে কোণে,
নিরাশার মনে আশার উদয়
সম্পর্কের দৃঢ় বন্ধনে!
যে যাকে ছেড়ে যত দূরে যাক
কর্মকাণ্ডে যত ব্যস্ত থাক,
প্রীতি-স্পন্দন শুভ কামনা
জাগত দুটি মনে৷
সম্পর্কের এত মধুরতা
ভাইবোন পরিচয়ে,
যত দূরে থাক তবুও নিকটে
শুভেচ্ছা বিনিময়ে৷
সুন্দর ধরা সম্প্রীতি ভরা
চঞ্চল উচ্ছ্বাসে,
রবি শশী তারা সাক্ষী যাহারা
নির্বাক হাসি হাসে!
এক্স
- Log in to post comments