লেখক
জ্যোতিবিকাশ সিন্হা
আকাশজোড়া নীলিমা ডাকে আমায়
কত কী সে বোঝাতে চায়
কত কী সে জানাতে চায়
ঐ দূরের দিক্চক্রবালে ধরিত্রীর সীমানায়৷
তোমাকে চাই, শুধু তোমাকেই চাই
তোমাতেই মিশে হয়ে যাই একাকার
তুমি যে সদাই , উদ্বেল হিয়ায়
বাঁশরী বাজাও মোহন সুরে , অনিবার৷
তোমারি ছন্দে পরমানন্দে
অচেনা আবেশে রহি বিভোর
ভাব তরঙ্গে অভিনব রঙ্গে
দোলাও বিশ্বে ওগো চিতচোর৷
তোমার অনন্ত অসীম, নিত্যনবীন
রঙের ছোঁয়ায় সতত রঙীন
রাত্রিদিন বিরাম বিহীন
তোমারই অনুধ্যানে হই যেন বিলীন৷
- Log in to post comments