দেশনায়কের প্রতি শ্রদ্ধার্ঘ্য

লেখক
কৌশিক খাটুয়া

ভারত মাতার বীর সন্তানের হাত ধরে

ভারতের স্বাধীনতা অর্জন,

যে স্বাধীনতার তরে শতবর্ষ ধরে

শত শহীদদের প্রাণ বিসর্জন৷

স্বাধীন দেশ, খণ্ডিত দেশ,

সহস্র সমস্যায় জর্জরিত,

ধনী-গরিব, শিক্ষিত-মূর্খ

নানান ধর্মে বিভাজিত৷

 

কোন ভক্তির ছলে

ফুলের মালায় ধূপের ধোঁয়ায়

ঢাকা পড়ে যায়,

প্রাতিষ্ঠানিক আবহাওয়ায়,

ব্যবসায়িক প্রতিযোগিতায়

তিলে তিলে নিঃশেষ হয়ে যায়,

আমাদের মনে সযতনে লালিত

তাঁর ত্যাগ, তিতিক্ষা, আদর্শ?

স্বাধীনতার চুয়াত্তর বছর পরেও

কী মূল্য দিয়েছে ভারতবর্ষ?

 

উপেক্ষিত সুভাষ চিন্তা, আদর্শ,

অনুভবী তার চরম পরিণাম,

এখনো কি হয়নি চেতনা---

দেশ মোর অপরিণামদর্শীতায়

দেয়নি কি দাম?

তাই মোর একান্ত অনুরোধ---

তাঁর আদর্শ রূপায়ণে

জাগিয়ে তোলো আপন মূল্যবোধ৷

তা হবে দেশ নায়কের প্রতি

প্রকৃত শ্রদ্ধা নিবেদন,

আজ শুভদিনে স্মরণে বরণে প্রণামে

করি শ্রদ্ধাজ্ঞাপন৷

 

অনন্ত তুমি অপার মহিমায়

সুকুমার সরকার

আসবে মোদের আশার আলো

পাড়ি দেব মোরা রাতের কাল,

উঠবে রবি খুলবে দোয়ার

প্রভাতের বুকে আসবে জোয়ার৷

আঁধারে আর থাকব না বসে

সময়ের ছন্দে চলব মিশে

স্বপ্ণ আজ রূপের খোঁজে

জয়ের খুশী কাজের মাঝে৷

 

হরিনামে কেউ বা ডাকে তোমায়

নামে গুণে আনন্দ বিলায়

সত্য সনাতন এলে ধরামাঝে

ব্যথাভরা হৃদয়ে নন্দন সাজে

ঢেলেছ সুধাধারা রিক্ত ধরায়

অনন্ত তুমি অপার মহিমায়৷