একটি প্রশ্ণ

লেখক
বিভাংশু মাইতি

জন্মের সময় গায়ে কোন নামাবলী ছিল না

হিন্দু-মুসলমানের বা বিজেপি-কংগ্রেসের৷

মরার পরেও নিদাগ দেহটা পড়েছিল

চিতায় ওঠার অপেক্ষায়.....

তবু, জীবনভর দুলতে থাকল

সম্প্রদায়ের দোলায়, ইচ্ছায় অনিচ্ছায়

মনের তরী ভাসতে ভাসতে ডুবে গেল

হিংসার ঘূর্ণাবর্ত্তে বিদ্বেষ সিন্ধুতে৷

সংকীর্ণ রাজনীতির যূপকাষ্ঠে

অবলীলায় বলি হবে আর কত

তরতাজা জীবন্ত যৌবন

আর কত কাল কেঁদে কাটাবে

তার অসহায় আত্মীয়স্বজন৷

গৃধ্র মানুষ! আর কতদিন

তোমার ভাইয়ের রক্ত দিয়ে

রাজনীতির তিলক কাটবে

আর কতদিন আমরা বুক বাঁধবো

এক শোষণমুক্ত শুভ্র সমাজের

নিস্ফল প্রতীক্ষায়!!