একুশ আগে বাঙলায় জাগে

লেখক
শিবরাম চক্রবর্তী

একুশ তুমি বাংলার কাছে

অতীত এক বিস্ময়,

বাংলা ভাষা রাখতে খাসায়

বাঙালী তোমায় পায়৷

একুশ তুমি বাঙালীর ধন

সদাই মনে থাকবে

তোমার ইতিহাস শুণে বাঙালী

ভবিষ্যতেও জাগবে৷

একুশ তুমি, রফিক, সালাম

জববরদের কপালে

ভাষা শহীদের তিলককেটে

অমর করে দিলে৷

একুশ তুমি মাতৃভাষার

মূল উৎসের ফলে,

জয় বাংলা ধবনী তুলে

মুজিবের দল চলে৷

একুশ তুমি লড়াইয়ের বল

একাত্তরে দান করে

বহু বাঙালীর মৃত্যুর পর

(স্বাধীন) বাংলা দেশ দিলে গড়ে৷

একুশ তুমি ‘মাতৃভাষার’

দিবস রূপে শেষটায়

রাষ্ট্রসংঙ্ঘের মান্যতায়

সব (মাতৃ) ভাষা তোমায় চায়৷