এসেছে অঘ্রান

লেখক
প্রণবকান্তি দাশগুপ্ত

হিমেল হাওয়ায় কাঁপছে পাতা

ঝরছে শিশির কণা---

তাইনা দেখে প্রজাপতির

খুশির উন্মাদনা৷