(ৰাৰার মহাপ্রয়াণ স্মরণে)
সেই মুখ মনে ভাসে,
সেই কন্ঠস্বর কানে আসে,
সেই যিনি বড়ই আপন৷
কেমনে ভুলি তাঁরে,
যিনি আছেন মোদের ঘিরে
স্নেহ ভরে মোর মন প্রাণ৷
ভাবিব না যাঁরে ভাবি,
হেরি অপরূপ প্রতিচ্ছবি,
প্রতিক্ষণে শুনি যার গান,
অজানা পথিক তিনি,
অপার ভালবাসার চাহনি,
ভূলি কেমনে তাঁরে
আমি যে তাঁহারই দান৷
ৰাৰা আনন্দমূরতি তিনি,
ত্রিভুবনের ভূস্বামী
প্রিয়তম সখা মোর প্রাণ৷
সমর্পিণু ক্ষুদ্র ‘আমি’
সবই মোর তিনিই জানি,
জানাই তাঁকে সাষ্টাঙ্গ প্রণাম৷
তারকব্রহ্ম মহাসম্ভূতি তিনি,
ধরা দিলেন ভক্ত হৃদয়ে
অজস্র অগণিত অবদান৷
আনন্দমার্গ দর্শন, আনন্দমার্গ মিশন,
আনন্দনগর গড়িলেন তিনি এ বিশ্বকে,
করে গেলেন সবকিছুই দান৷
দিয়ে গেলেন তিনি সাধনা বিজ্ঞান,
মুক্তি-মোক্ষ সমাধি প্রাপ্তির জ্ঞান৷
তিনিই মহাকৌল
গুরুদেব আনন্দমূর্ত্তি, ভক্তের প্রাণ৷
বিশ্বব্যাপী শুনি
কীর্তনের মধুর ধবনি,
আনন্দে নাচিছে সব প্রাণ,
দেখি তাঁর জয়ধবজা,
ভক্ত-হৃদয়ে তিনিই রাজা,
সবে গাহে তাঁর জয়গান৷
- Log in to post comments