লেখক
শর্মিলা রীত
সমাজের চোখে আমরা -
শুধুই কি দলিত এক নারী!
দুচোখ ভরা স্বপ্ণকে তাই ভাঙতে কি পারি?
সমাজ বলে ও যে নারী....
ও তো ঘরকোন্নায় পটু,
বাইরে যাওয়া, চাকরি করা লাগে বড্ড দৃষ্টি কটু৷
নারী মানেই বয়স যখন মাত্র উনিশ -কুড়ি...
প্রতিবেশীর উঁকিঝুঁকি আর কটুক্তি-
ও কি! ও যে নারী...
বিয়ে হবে কবে?
হচ্ছে তো বুড়ি৷
আমি বলি তুমি নারী তুমি আদিকালের সৃষ্টি,
তুমি পারো কুসংস্কার, ভাঙতে কুদৃষ্টি৷৷
এগিয়ে চল হাজার আলো নিয়ে অঙ্গীকার ...
ভ্রান্ত ধারণা মুছে দিয়ে দূর কর অন্ধকার৷
নারী জননী-জগধারিনী....
ভুলিস কেমন করে?
লক্ষ্মীরূপে নারীরাই জন্ম নেয় ঘরে ঘরে৷৷
- Log in to post comments