নব সাজে ধরা

শুষ্ক কাঠিন্য রিক্ততা জীর্ণ

কঙ্কালসার অরণ্য-উদ্যান,

 শীতের যবনিকা পতন,

 বসন্তের উত্থান৷

পাতা ঝরা রুক্ষ বন

 ভূলে অভিমান,

আমন্ত্রণ করেছে গ্রহণ

 সবুজের আহ্বান৷

 

বিবর্ণ কানন বীথি ক্রমে

 কচি কিশলয়ে ভরে

 সবুজ শ্যামলিমা,

রূপ-মুগ্দ কবিদের ভাষায়

 ‘রূপে অনুপমা’৷

বঙ্গ প্রকৃতির ঋতু রঙ্গশালায়

 তার বাৎসরিক পরিক্রমা!

 

নাম------ বসন্ত,

কাঙ্খিত উপস্থিতি উভয় বঙ্গে

শিমুল-পলাশ-কৃষ্ণচূড়া সঙ্গে,

 মৃদু মলয় কত কথা কয়

শিস দিয়ে দিবানিশি

 বহে অন্ত্যোদয়!

ধান ক্ষেতে ঢেউ খেলে

 নৃত্যের বিভঙ্গে!

কোকিলের ‘কুহু’ সুরে

                    সুখ-নিদ্রা ভঙ্গে,

হালকা শিশির সিক্ত ঘাষে ঘাষে

ঋতুরাজের রাজকীয় আবির্ভাব,

সবুজের সমারোহ---

নবরূপে সজ্জিত প্রকৃতি

 নাই কোনো অভাব!

 

নব পল্লবে মুকুলিত আম্র কানন,

সবুজে সবুজ ভরা অবুঝের মন!

বকুল-সুরভী ভরা শাখায় শাখায়,

মধুপ গুঞ্জরণে কি গান শোনায়?

 

নির্মোঘ গগনে দখিনা পবনে

কুজ্ঝটিকা সরে যায়

 সূর্যের কিরণে৷

দু’হাতে কুসুম ছড়ায়ে

 ঋতুরাজকে বরণ,

আশার আলোয় ভরা

 উদ্ভাসিত জীবন৷

তাঁহার স্নেহের পরশে

 শুধু নয় ফুলবন,

মনোবন ছুঁয়ে গেছে

 হিন্দোলিত শিহরণ!