পাতিনেবুর উপকারিতা

লেখক
নিজস্ব প্রতিনিধি
  •  দু’ চা চামচ নেবুর রস দু’ চা চামচ আদার রস মিশিয়ে তাতে একটু চিনি মিশিয়ে খেলে বদহজমজনিত সব রকমের পেট ব্যথা সারে৷
  • শোওয়ার সময় গরম জলে নেবুর রস খেলে সর্দি সারে৷ কিছুদিন ধরে এইভাবে খেলে পুরোনো সর্দিও সেরে যায়৷
  •  অল্প নেবুর রস মধুর সঙ্গে মিশিয়ে চেটে খেলে প্রবল কাসি সেরে যায়৷ হাঁপানির আক্রমণও তৎক্ষণাৎ থেমে যাওয়ায় আরাম পাওয়া যায়৷
  •  নেবুর রস আঙ্গুলে লাগিয়ে দাঁতের মাড়িতে মালিশ করলে দাঁত থেকে রক্ত পড়া বন্ধ হয়৷
  •  নেবুর রসে মধু মিশিয়ে বাচ্চাদের চাটিয়ে দিলে বাচ্চাদের দুধ তোলা বন্ধ হয়৷
  •   নেবুর রসে চিনি ও জল মিশিয়ে একমাস ধরে রাত্তিরে শোয়ার আগে খেলে বহু পুরনো কোষ্ঠকাঠিন্য সেরে যায়৷
  •  একটি পাকা পাতিনেবুর রসে সমপরিমাণ মধু দিয়ে অল্প গরম জল মিশিয়ে আহারের পর সঙ্গে সঙ্গেই পান করে নিলে এক–দু মাসের মধ্যেই মেদ বৃদ্ধি কমে যায় ও শরীরের বেড়ে যাওয়া মেদও ঝড়ে যায়৷
  •  নেবুর রসে সর্ষের তেল মিশিয়ে ফুটিয়ে নিন৷ ঠাণ্ডা হলে ছেঁকে শিশিতে ভরে রাখুন৷ কানে দু–ফোঁটা করে দিলে পুঁজ পড়া, চুলকুনি, কানের ব্যথা এমনকি বধিরতার উপশম হয়৷