লেখক
সাক্ষীগোপাল দেব
চল্রে চল্রে চল্রে চল,
দেশের অরুণ তরুণদল
ভাঙতে হবে হাজার যুগের
শোষণ শাসন জগদ্দল৷৷
নেবে রে তুলে ত্যাগ নিশান
ডাকছে প্রাউট ঐ বিধান
কদম কদম এগিয়ে চল
কাঁপুক ধূলার ধরণী তল৷৷
ভেদ বিভেদের উৎপাটন
করবে তোলা সব মিলে
অত্যাচারী কর খতম
তোলরে তাকে কাঠ ঝিলে৷
প্রাউট শাসন কর কায়েম
মাটির বুকে জবরদস্ত
সংগচ্ছধবং মন্ত্র হোক
- Log in to post comments