লেখক
প্রণবকান্তি দাশগুপ্ত
গুনগুনিয়ে গান শুনিয়ে
মৌমাছিরা এলো,
ফুলের বনে জাগলো সাড়া ঃ
পাপড়ি সবাই মেলো৷
দখিন হাওয়ায় ভেসে ভেসে
প্রজাপতি কত
রঙ বেরঙের পাখ্না মেলে
খেলছে অবিরত৷
ফসল তোলা শেষ হয়েছে
ঘরে ঘরে তাই
মনের বাঁশী উঠছে বেজে---
খুশির সীমা নাই!
বনে বনে পলে পলে
লালের বাহার দেখে
কে জানে কোন্ আড়াল থেকে
উঠছে কোকিল ডেকে৷
- Log in to post comments