স্মরণিকা

‘‘সব সময় সৎ চিন্তা করবে, সৎ বন্ধুর সান্নিধ্যে আসার চেষ্টা করবে, সৎ ভাবনায় মনকে প্রফুল্ল রাখবে৷ তাহলে দেখবে তোমার মধ্যে এক আশ্চর্য শক্তির উত্তরণ ঘটে গেছে৷

ধার্মিক আচরণের দ্বারা মনকে পরিশুদ্ধ করবে৷ মন পরিশুদ্ধ না হলে আত্মা পরিশুদ্ধ হয় না৷

সব ধর্মের প্রতি সহিষ্ণুতা প্রকাশ করবে৷ মনে রাখবে পৃথিবীর সব ধর্মই সমান৷ ধর্মের মধ্যে যে বিভাজন, তা আমাদের সৃষ্টি৷

অযথা ভোগসুখের মধ্যে জীবন কাটাবে না৷ মনে রাখবে এই যে বাহ্যিক ভোগ, এর অন্তরালে কিছুই নেই৷’’    ---মহাবীর