স্মৃতিপটে

লেখক
আচার্য প্রবুদ্ধানন্দ অবধূত

একবার,১৪ই জানুয়ারি, ১৯৮০সালে ৰাৰা (শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী) শিবপুর/হাওড়া বোটানিক্যাল গার্ডেন পরিদর্শনে গিয়েছিলেন৷ মকর সংক্রান্তির দিন গঙ্গার উপর লঞ্চ এ ভ্রমন হয়েছিল৷ দিদি আনন্দ করুণা ও আরও কিছু দাদা, দিদিরা সঙ্গে ছিলেন৷ সাথে বিভিন্ন রকমের সুস্বাদু পিঠেও বানিয়ে গিয়ে ছিলেন দিদিরা৷ তা দিয়েই আমাদের পিকনিকও হয়েছিল৷ মজা করে খেয়ে ছিলাম আমরা সকলেই৷ আমার মনে পড়ছে, সেখানকার কয়েকজন অফিসার ৰাৰাকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানান ও তাঁরা বিভিন্ন গাছ--- গাছরার পরিচয় দিচ্ছিলেন৷ যেখান থেকে তাঁদের বিদ্যা শেষ, সেখান থেকেই বাবা তাঁদেরকে আরও অনেক কিছু তথ্য জানাচ্ছিলেন৷ কয়েক প্রজাতির বিভিন্ন গাছ পৃথিবীতে কখন কোন পরিবেশে জন্ম নেয়, তার পাতার, ছালের, শিকড়ের, ফলের, ফুলের, ছায়ার বিভিন্ন ঔষধীয় ও উপযোগজাত গুণাগুণ ইত্যাদি ৰাৰা জানাচ্ছিলেন৷ ৰাৰার অগাধ জ্ঞানের পরিচয় পেয়ে তাঁরা মুগ্দ ও আশ্চর্য হয়ে গিয়েছিলেন. তাঁদের কাছে ও আমাদের সকলের কাছে ৰাৰা ছিলেন Living Encyclopaedia.