লেখক
প্রণবকান্তি দাশগুপ্ত
তোমার চরণছাড়া ধরার কিছুই নাইগো---
ওই চরণে শরণ নিতে চাই গো৷
ধরবো কারে কেউ তো নেই দাঁড়িয়ে
তুমিই কেবল হাতটি আছো বাড়িয়ে৷
মাথায় রেখো ওই হাত সদাই গো
তোমার চরণ ছাড়া ধরার কিছুই নাই গো৷
আমি মাতবো না আর হেলা ফেলার খেলাতে
ঘুরবো না আর হট্টগোলের মেলাতে৷
সকল কাজে তোমারি মান রাখবো,
সরবো না আর, তোমায় ঘিরেই থাকবো
তোমার পানেই চাই শুধু আজ চাই গো
তোমার চরণছাড়া ধরার কিছুই নাইগো৷৷
- Log in to post comments