সুকুমার রায়ের কবিতা

 

(১)

চালায় যারা হিংসার পাঠশালা

শিখছে তারা সদাই বিদ্বেষের পালা৷

গড়ছে যারা মনমানি বিধান

জানেনা দিতে মানবতার মান৷

বর্বর অবোধের ভ্রান্ত পথ চলা

সৃষ্টির বুকে করে হিংসার খেলা৷

অধর্মের সে কোন উন্মাদি কলাকার

জানে না সমাজে শান্তি শিষ্টাচার৷

(২)

প্রভু মহাকালের যাত্রা তোমার

কেউ জানে না এ অনন্ত লীলার সার৷

সুখে দুঃখে রাত্রি দিনে আছো সবার সনে

বিশ্বভুবনে খেলিছো তোমারই ভূমামনে৷

সৃষ্টিস্থিতি লয় নিয়ে নাচ চিরকাল

তোমার মনেই বিধৃত ইহকাল পরকাল৷

(৩)

এসো হে প্রভু এসো এ শূন্য হৃদয়

একা একা থাকবে কত নিরাধারে লুকিয়ে৷

এসো হে অমৃতলোকের আনন্দ নিয়ে

প্রীতিমাখা ছন্দে দাও হে পরশ দিয়ে৷

আর থেকো না ওগো গোপনে গহনে

আশা ভরা মনে বসে আছি পথ পানে৷