রাজ্যে জাতীয় গেমস আয়োজনের ভাবনা বাংলা অলিম্পিক্স সংস্থার
সদ্যসমাপ্ত জাতীয় গেমসে ভাল সাফল্য পেয়েছে বাংলা৷ ১৬টি সোনা-সহ মোট ৪৭টি পদক নিয়ে শেষ করেছে অষ্টম স্থানে৷ জাতীয় গেমসে এটাই বাংলার সবচেয়ে ভাল ফল৷ এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে এ বার রাজ্যেই জাতীয় গেমস আয়োজনের চেষ্টা শুরু করছে বাংলার অলিম্পিক্স সংস্থা (বিওএ)৷ সভাপতি চন্দন রায়চৌধুরি এ ব্যাপারে কথাও বলেছেন ভারতীয় অলিম্পিক্স সংস্থার (আইওএ) সভাপতি পিটি ঊষার সঙ্গে৷