জ্য শুটিংয়ে চ্যাম্পিয়ন হলেন আদ্রিয়ান কর্মকার
রাজ্য শুটিংয়ে চ্যাম্পিয়ন হলেন আদ্রিয়ান কর্মকার৷ শুক্রবার আসানসোলে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছেন অলিম্পিয়ান জয়দীপ কর্মকারের ছেলে৷ এ দিন জয়দীপ নিজেই সে খবর জানিয়েছেন৷
১০ মিটার এয়ার রাইফেল আদ্রিয়ানের পছন্দের ইভেন্ট নয়৷ কিন্তু ফাইনালে লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি৷ আন্তর্জাতিক মঞ্চে পদকজয়ী অভিনব শয়ের সঙ্গে জোর লড়াই হয় আদ্রিয়ানের৷ শেষ শট পর্যন্ত লড়াই চলে৷ শেষ পর্যন্ত সোনা জেতেন আদ্রিয়ান৷ ইভেন্টের শুরুতে সপ্তম স্থানে ছিলেন তিনি৷ সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে সোনা জেতেন৷