এশিয়া চ্যাম্পিয়নশিপে পিছিয়ে থেকেও পিভি সিন্ধুর জয়
প্যারিস অলিম্পিক্সের প্রস্তুতির জন্য তিনি নাম প্রত্যাহার করে নিয়েছিলেন উবের কাপ থেকে৷ বুধবার ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় জয় দিয়ে যাত্রা শুরু করলেন পিভি সিন্ধু৷ তিনি হারিয়েছেন মালয়েশিয়ার গোহ জিন ওয়েই-কে৷ তবে সিন্ধুর জয়ের দিনে হতাশ করলেন লক্ষ্য সেন এবং কিদম্বি শ্রীকান্ত৷ তাঁরা প্রথম রাউন্ড থেকেই ছিটকে গিয়েছেন৷