লেখক
কৌশিক খাটুয়া
তোমায় অসীমরূপে ধরিতে না পাই,
তাই তোমাতেই হারাই৷
মোহের ঘোরে অন্ধকারে
শুধু মনে হয় নাই নাই নাই৷
ক্লান্তি-বিহীন অবিশ্রান্ত
ঝঞ্ঝা ক্ষুদ্ধ রাতে,
কুয়াশায় ভরা প্রাতে,
সকল প্রয়াস হইয়াছে নাশ
শুধু তোমারে পেতে৷
যখন সময় গিয়েছে বৃথা,
স্ব-মহিমায় হৃদয় মাঝারে
বসিয়া পরমপিতা৷
পরম আদরে শুধালেন মোরে
‘কেন এত সংশয়’?
‘আমিতো রয়েছি সর্বদা সাথে
ঝড়-ঝঞ্ঝায়, অশনি নিপাতে
তবে কেন এত ভয়?
কেন ভয় পাই সে তো জানা নাই,
তোমায় ব্যতীত শঙ্কিত ঠাঁই৷
যবে তুমি রবে সদা অনুভবে
হারাবার ভয় কভু নাহি রবে৷
তুমি আছ প্রিয়, তাই আমি আছি,
আছে সাথে বরাভয়৷
তব অনুরাগী, তব অনুগামী
এই মোর পরিচয়৷
তোমায় পাছে হারাই প্রভু
সেইতো আমার শঙ্কা,
জীবন সঁপিয়া দেব পরিচয়
বাজাতে তোমার ডঙ্কা৷
- Log in to post comments