বেকারত্বের জ্বালায় তিনবছরে আত্মঘাতী ৯১৪১ জন - বছরে দু-একটি চাকরীর আশ্বাসে হতাশ যুব সমাজ
২০১৮ থেকে ২০২০ এই তিন বছরে দেশে বেকারত্বের জ্বালায় আত্মঘাতী হয়েছে ৯১৪০ জন৷ বছরে দু-কোটি চাকরীর আশ্বাস দিয়ে ২০১৪ সালে ক্ষমতায় এসেছিলেন নরেন্দ্র মোদি৷ গত তিন বছরে নানা অর্থনৈতিক কারণে দেশে আত্মঘাতী হয়েছে ২৫ হাজারের বেশী মানুষ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সংসদে এই তথ্য দিয়েছে৷ ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর প্রতিবেদন থেকে নেওয়া এই তথ্য সংসদে তুলে ধরে স্বরাষ্ট্র মন্ত্রক৷ এই তথ্য থেকে প্রকাশ ২০১৮ সালে বেকারত্বের জ্বালায় দেশে আত্মঘাতী হয় ২৭৪১ জন, ২০১৯ সালে ২৮৫১ জন ও ২০২০ সালে তিন হাজারের ঘর পার করে আত্মঘাতী হয় ৩৫৪৮ জন৷ দেনা দেউলিয়ায় ওই সময় আত্মহত্যা করে ৪৯৭০জন, ৫৯০৮ জন ও ৫২১৩ জন৷ সরকার ও শাসকদল