বিশুদ্ধ ও আজ্ঞাচক্রের উপর মহাবিশ্বের জ্যোতিষ্ক সমূহের প্রভাব
এ পর্যন্ত বিজ্ঞানীরা মহাকাশের জ্যোতিষ্কদের উৎপত্তি সম্পর্কে বলেছেন --- নীহারিকা থেকে তারা জগৎ বা ছায়াপথ Nebula) তৈরী হয়েছে৷ আমরা যে তারা জগৎ বা ব্রহ্মাণ্ড Galaxy) এর মধ্যে বাস করি তা মোটামুটি দশহাজার কোটি (১০,০০০কোটি) নক্ষত্র নিয়ে গঠিত হয়েছে৷ এই বিপুল সংখ্যক নক্ষত্র বা তারাদের মধ্যে সূর্য হল একটি তারা, আর এই তারাকে কেন্দ্র করে পৃথিবী নামক গ্রহটি ঘুরে চলেছে৷ আমরা হলাম এই পৃথিবী গ্রহের বাসিন্দা৷ আমাদের ব্রহ্মাণ্ড (Galaxy)টির কেন্দ্র হ’তে ৩৩০০০ আলোকবর্ষ দূরে৷ আমরা হ’লাম ওর শহর তলীয় বাসিন্দা৷ মহাকাশের বুকে এরূপ অগণিত ব্রহ্মাণ্ড সমূহকে নিয়ে গঠিত হয়েছে মহাবিশ্ব Universe)৷ এখন, এই মহাবিশ্বের জ্য