লেখক
সুজাতা দত্ত
কলকাতার বুকে দিনের বেলায় হিংস্র পশুদের বর্বরচিত
আচরণে অন্ধকার নেমে এসেছিলো
লজ্জায় সূর্যও মুখ লুকিয়েছিলো,
জ্যান্ত মানুষের পোড়ার গন্ধে বাতাস ভরে উঠেছিলো৷
মানুষের প্রশ্বাস নিতে কষ্ট হলেও
প্রতিবাদ করার ভাষা ছিলো না৷
অনাথ শিশুদের জন্য সর্বহারা মানুষের জন্য
যারা বলীয়ান, প্রাউটের আদর্শে অনুপ্রাণিত হয়ে
কত শত প্রাণ আজ উৎসর্গকৃত
দমন করবে কি করে?
ভেবেছিলে কমিউনিজমের কাছে
প্রাউটের হবে পরাজয়
হয়তো হয়নি বিচার তোমাদের
এই আইনি বিচার শালায়,
ভগবানের বিচারশালায় হয়েছে বিচার,
তাইতো আজ কমিউনিজমের অস্তিত্ব আণুবিক্ষনিক৷
- Log in to post comments