লেখক
নব্যদূত
পিতা মাতা ভগ্ণি ভ্রাতা
নয় যে আপন পর,
তুমিই ঘিরে রয়েছ মোরে
ক্ষুদ্র জীবন ভর
তোমার মাঝেই প্রিয়তম
রইযে সারাক্ষণ,
আগেপরে তুমিই ওগো
রয়েছো পরমধন
তোমার তালে তাল
মিলিয়ে চলি সারাক্ষণ,
সহজ সরল সুদ্ধ
জীবন করে নিবেদন
দিয়েছি সব নিয়েছো সব
জীবন আলো করে,
তোমারি কৃপায় প্রিয়তম রয়েছো
জীবন ভরে
- Log in to post comments