অভিলাষ

লেখক
কৌশিক খাটুয়া

তোমার নামে তোমার গানে

রয়েছি বিভোর,

অন্ধকারের উৎস হতে সূর্য রাঙা ভোর৷

সকল জড়তা আবিলতা ফেলি

বরাভয়ে নির্ভয়,

মানব জীবন সার্থকতায় চিরন্তন এ সফর৷

 

বহুকাল ধরে অন্ধ বিবরে

ছিলুম মোহাচ্ছন্ন,

জড়-বন্ধনে সুখ-সন্ধানে

হতে চেয়েছিনু ধন্য৷

সমুখে দাঁড়ায় দু’হাত বাড়ায়ে কৃপা কর বিধাতা,

চিনিতে পারিনি বুঝিতে পারিনি

তুমিই পরিত্রাতা৷

 

ছিলুম অতলে সংস্কার বলে অহেতুকি কৃপা লভি,

চির সত্যের শ্বাশ্বতবাণী দেরি করে অনুভবি৷

কোথা থেকে আসি কোথা যেতে হবে

তোমার দেখানো পথে,

কল্যাণমুখী কর্মের সাথে

পেরোবো বিজয় রথে৷

 

কত জীবদেহ অতিক্রমীয়া মধুময় যোগাযোগ

স্বল্প সময় নয় অপচয়

চাই সুযোগ্য উপযোগ৷

শতরূপে যাঁরে নিত্য দেখি

তাঁর কল্যাণময় কাজে,

থাকি যেন রত প্রতি নিয়ত

তাঁর সৃষ্টির মাঝে৷