ঐক্যতান

লেখক
বিশ্বপথিক

ঐক্য সূত্রে বাঁধা সবই

    বিভেদ কিছু নাই

একই পিতার পুত্র কন্যা

    সবাই ভাই ভাই৷

একই লক্ষ্য মোক্ষ মুক্তি

    বিস্তারি এমন

ঐক্যতানে প্রীতির বাণে

    চলছি অনুক্ষণ৷

একই রক্ত শিরায় শিরায়

    একই স্পন্দন

বিশালতায় ভরাতে বুক

    হচ্ছে ক্রন্দন

একই ধ্বনি অহর্নিশি

    বাজে মহাকাশে

একই রাগ অনুরাগ

    এই না বুকে বাজে

একের মাঝেই সত্যে খুঁজি

    মহত্ত্ব যায় বাড়ি

মিথ্যে কেন বিভেদ রাখি

    করছো কাড়াকাড়ি

হূদি ধারায় চাইছো যারে

    সে তো মুচ্কি হাসে

একের মধ্যেই যাবে মিশি

    সবারে ভালবেসে৷

একই আকাশ একই বাতাস

    একই মহাপ্রাণ....

আত্মীয়তা একাত্মতায়

    মিলবে পরিত্রাণ