আমি গর্বিত,
আমি পড়াশোনা করেছি
আমার মাতৃভাষায়৷
আমি গর্বিত,
আমি পড়াশোনা করেছি
বাংলার নিজস্ব ভাষায়৷
আমি গর্বিত,
আমি বাস করি,
বাঙালীর নিজস্ব বাসভূমি বঙ্গে৷
আমি গর্বিত, আমি বাস করি
যেথায় মুক্তবেণীর গঙ্গা,
মুক্তি বিতরে রঙে৷৷
আমি গর্বিত, আমি বাস করি,
মহামানবের মহামিলনের সাগর তীরে
আমি গর্বিত, আমি বাস করি,
আলোকময় এক দেশে,
আঁধার সাগর পারে
এমনই এক দেশ
যেথা মহামিলনের নাই শেষ...
আমরা সবাই থাকি মিলেমিশে৷
এমনই এক দেশ৷
যেথা ভালোবাসার নাই শেষ---
সুখ-দুঃখের পরপারে থাকি এই দেশে
হেথায় হিন্দু মুসলিম ভাই ভাই---
জৈন, বৌদ্ধ, শিখ আর খ্রীষ্টান---
সকলের সমান আছে ঠাঁই৷
বাঙালীর নিজস্ব বাসভূমি
নয় উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ নয়---
বাঙালীস্তান চাই৷৷
আমি গর্বিত
আমি বাঙলার দুঃখে কাঁদি,
আমি বাঙলার সুখে হাসি৷
আমি গর্বিত---
আমি উচ্চ-নীচের ভেদ মানি না,
বাস করি পাশাপাশি৷৷
আমি গর্বিত
সব দেশের সেরা,
বাঙলা আমার দেশ,
বাঙলাকে ভালবাসি৷
বাঙলার উন্নয়নে সদা প্রস্তুত ---
বাঙলার প্রগতি শুনে বা দেখে---
আমার মুখে সতত হাসি৷৷
আমি গর্বিত---আমি জন্মেছি
সুধাময় বাংলার মধুময় আঙিনায়৷
বাগানের ফুল, বৃক্ষের ফল, নদীর জল---
গ্রাম বাংলার মন মাতায়৷
মন মাতানো এই দেশে
প্রকৃতির মধুময় পরিবেশে
উচ্চ-নীচের ভেদাভেদ ভুলে
আমরা থাকি মিলেমিশে৷
মোদের সোনার বাঙলায়
মোরা এক সুরে গান গাই
দ্বেষ-বিদ্বেষের নেই বালাই
বিশ্বভ্রাতৃত্বের মধুর পরশে৷৷
- Log in to post comments