ভারতবর্ষ ঃ সংস্কৃত ভূ ধাতু মানে খাওয়ানো -‘ভরণ করা’৷ সরকারের ফুড ডিপার্টমেন্টকে বলা হয় ‘জনসম্ভরণ বিভাগ’ যে খাওয়ায়৷ স্বামীর কর্তব্য পত্নীকে খাওয়ানো, তাই স্বামীকে সংস্কৃত ভাষায় ‘ভর্তা’ বলা হয়৷ ‘ভূ’ ধাতু ক্তিন৷ প্রথমার একবচন-‘ভর্তা’৷ আর ‘তন্ত্র’ শব্দের ব্যাখ্যাতেই শুণেছ-‘ত্বন’ মানে বিস্তারিত হওয়া-যে দেশ বিস্তারেও সবরকমের সাহায্য করে ‘তন’ ধাতু ‘ড’ প্রত্যয় করে ‘ত’ যে দেশ খাওয়া ও সবরকমের বিস্তারে সাহায্য করে সেই দেশটা হ’ল ভরত৷ তার সঙ্গে ‘ষ্ণ’ প্রত্যয় করে ও বর্ষ শব্দ যোগ করে হ’ল ভারতবর্ষ৷ আমাদের সংবিধানে আছে ‘’৷ না ‘ভারত’ দেশটার নাম নয়, দেশটার নাম ভারতবর্ষ৷ ‘ভরতের সঙ্গে ‘ষ্ণ’ প্রত্যয় করে ভারত শব্দ হয়েছে, তার সঙ্গে বর্ষ যোগ করে হয়েছে যৌগিক শব্দ৷ তাই এই যৌগিক শব্দের শেষের যে অংশ ‘বর্ষ’ বা ‘দেশ’ এ শব্দটাতো লাগাতে হবে---ভারতবর্ষ বা ‘ভারতদেশ’ বলতে হবে, কেবল ভারত বললে ভুল হয়ে যাবে৷ এটা একটা বৈয়াকরণ বিস্মৃতি’৷ ---শ্রীপ্রভাতরঞ্জন সরকার
- Log in to post comments