August 2018

চক্রান্ত করে অন্যায়ভাবে বাঙালীকে বিদেশী বানানো হচ্ছে ঃ মমতা

গত ৩০শে জুলাই  জাতীয় নাগরিকপঞ্জীর  (এন.আর.সি) চূড়ান্ত  খসড়া প্রকাশ  করার পর দেখা গেল ৩.২৯ কোটি আবেদনকারীর মধ্যে ২.৮৯ কোটির নাম খসড়ায় জায়গা পেল, কিন্তু প্রায় ৪০.০৭ লক্ষ মানুষের নাম বাদ পড়ল৷  বাদ পড়ার মধ্যে অধিকাংশই  বাঙালী৷

আবার আবেদনের সুযোগ রাখা হয়েছে, বলা হলেও এটা পরিষ্কার এক বিশাল  সংখ্যক  বাঙালীদের  জীবনে  নেমে আসবে শূচীভেদ্য অন্ধকার৷

বাঙালীস্তান গড়ে তোলা ছাড়া উত্তর পূর্বাঞ্চলের বাঙালীদের সমস্যার স্থায়ী সমাধান নেই ঃ আমরা বাঙালী

কলকাতা ঃ এন আর সি-র চূড়ান্ত খসড়া তালিকা থেকে প্রায় ৪০ লক্ষ বাঙালীর নাম বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে ‘আমরা বাঙালী’র কেন্দ্রীয় সচিব শ্রী বকুল চন্দ্র রায় আজ এক সাক্ষাৎকারে বলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বাঙালীরা নিজেদের ভূমিতেই পুরুষানুক্রমে বাস করা সত্ত্বেও স্বাধীনতার পর থেকে সাম্রাজ্যবাদী রাজনৈতিক চক্রান্তে বারবার তাদের ওপর নানান ভাবে নির্যাতন চলছে৷ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত উত্তর -পূর্বাঞ্চলের বাঙালীদের ওপর যেভাবে  বার বার নানান অজুহাতে নির্যাতন চলছে ও তাদের জীবন ও সম্পত্তি বিপন্ন হচ্ছে, এই পরিপ্রেক্ষিতে আমাদের দাবী ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সমস্ত বাঙালী অধূ্যষিত এলাকা নিয়ে অবিলম্বে ‘বাঙালী

আগামী ১৫ ও ১৬ই সেপ্ঢেম্বর প্রাউটিষ্ট বুদ্ধিজীবী সংঘটনের রাজ্য সম্মেলন

আগামী ১৫ ও ১৬ সেপ্ঢেম্বর বীরভূমের সাঁইথিয়াতে প্রাউটিষ্ট বুদ্ধিজীবী সংঘটন---ইয়ূনিবার্সাল প্রাউটিষ্ট ইনটেলেক্চুয়্যাল ফেডারেশন (ইয়ূ.পি.আই.এফ)- এর রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে৷ ইয়ূ.পি.আই.

ওঁ–কার ও ইষ্টমন্ত্র

এখন সংক্ষেপে ‘‘ওঁকার ও ইষ্টমন্ত্র’’ সম্বন্ধে তোমাদের কিছু বলব৷ জেনে বা না জেনে প্রতিটি জৈবিক সত্তা পরমপুরুষকে ভালবাসে, তাঁর ভালবাসা পেতে চায়৷ আর সৃষ্টির ঊষালগ্ণ থেকেই (আমি মানুষের সভ্যতার শুরু থেকে না বলে বলছি মানুষ সৃষ্টির প্রথম অবস্থা থেকে) তাদের সমস্ত আশা–আকাঙক্ষা জ্ঞাতে–জ্ঞাতে সেই পরমপুরুষের দিকেই প্রধাবিত হয়ে চলেছে৷

ওঁম্–কার কী?  বেদে ওঁম্–কার সম্বন্ধে বলা হয়েছে–

‘‘সবে বেদা যৎপদমামনন্তি তপাংসি সর্বাণি চ যদ্ বদন্তি৷

যদিচ্ছন্তো ব্রহ্মচর্যং চরন্তি তত্তে পদং সংগ্রহেণ ব্রুবীম্যোমিত্যেতদ্৷৷’’

অর্থনৈতিক গণতন্ত্র

গণতন্ত্রের সংজ্ঞা দেওয়া হয়েছে, ‘জনগণের দ্বারা, জনগণের জন্যে, জনগণের সরকার’ কিন্তু বাস্তবক্ষেত্রে গণতন্ত্র হ’ল ‘মবোক্রেসী’, কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার নিয়ন্ত্রিত হয় ‘মব–সাইকোলজি’(জনতা–মনস্তত্ত্ব)–র দ্বারা।

যদি গণতান্ত্রিক ব্যবস্থাতে প্রগতিশীল সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা যায়, তবেই গণতন্ত্র সার্থক হবে, নচেৎ জনগণের দ্বারা, জনগণের জন্যে, জনগণের শাসনের মানে দাঁড়াবে ‘বোকার দ্বারা, বোকার জন্যে, বোকার শাসন’।২

ন্যুনতম  চাহিদাপূরণের গ্যারান্টী চাই

আচার্য সত্যশিবানন্দ অবধূ্ত

সম্প্রতি পূর্ব-দিল্লির  মন্দাওয়ালিতে  একই পরিবারের ৩ জন শিশুর  অনাহার মৃত্যুর ঘটনার  খবর সংবাদপত্রে প্রকাশিত  হওয়ার পর  সারা দেশজুড়ে  তোলপাড়  শুরু হয়েছে৷ গত ২৪শে জুলাই দিল্লির  লালবাহাদুর  শাস্ত্রী হাসপাতালে  এই তিন শিশুকে  ভর্তি  করাতে গেলে  তাঁরা  শিশু তিনটিকে  মৃত বলে ঘোষণা করেন৷  চিকিৎসকগণ  পোষ্টমর্টেম করে বলেন,  অনাহারের কারণেই  এদের মৃত্যু হয়েছে৷ এদের পেটে  এক দানা খাদ্যও ছিলনা৷ জানা গেছে  ৯/১০দিন  যাবৎই  এরা অনাহারে  ছিল৷

গোরক্ষা, গণপ্রহার ও নব্যমানবতাবাদ

জ্যোতিবিকাশ সিন্হা

বেশ কিছুদিন যাবৎ  সংবাদ মাধ্যমগুলিতে  প্রকাশিত সংবাদের বৃহদংশই জুড়ে থাকে গোরক্ষার নামে  স্বঘোষিত গোরক্ষক বাহিনীর  তাণ্ডবে গণপিটুনির সংবাদ৷  গোমাংস রাখার  বা বহন করার অপরাধে, গবাদি পশু পাচারের ভুয়ো অভিযোগে একসঙ্গে অনেক লোক জড়ো হয়ে গণপিটুনির দ্বারা হত্যার ঘটনা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে৷ লক্ষ্যনীয় যে, ২০১৫ সাল থেকে  এই ধরণের পৈশাচিক কাণ্ড লাফিয়ে লাফিয়ে বাড়ছে৷  ২০১৫ সালেই উত্তরপ্রদেশের দাদরিতে  বাড়ির ফ্রিজে গোমাংস রাখার অপরাধে (যদিও এর কোন প্রমাণ  পাওয়া যায় নি) মহম্মদ আখলাখকে পিটিয়ে মারা হয়৷  ট্রেনে ভ্রমণকারী এক কিশোরের ব্যাগে গোমাংস আছে, এই অজুহাতে তার উপর গণপিটুনি চলে৷  গত বছর এপ্রিলে রাজস্থানের অ

মাইক্রোবাইটামের অ, আ, ক, খ

জিজ্ঞাসু

অতি কঠিন জটিল এক নোতুন বিজ্ঞানের বিষয়কে একজন শিল্পীর অনুভবে ব্যক্ত করা হ’ল৷ এই মাইক্রোবাইটাম (অণুজীবৎ) বিজ্ঞান, বলা যতটা সহজ, হয়ে ওঠা ততটাই কঠিন৷ পৃথিবীর নানা দেশে বিষয়টি নিয়ে আজ সাধক বিজ্ঞানীদের মধ্যে অন্ততঃ ৩০ বছর ধরে গবেষণা চলছে নিঃশব্দে৷ যা ছিল বিচ্ছিন্নভাবে মহা সাধক যোগীদের গোপন শক্তি চেতনার ভাণ্ডার, বিশ্বের সব মানুষের কাছে আজ তার সিংহদ্বার খুলে দেওয়া হ’ল দিলেন যিনি তাঁর নাম শ্রীপ্রভাতরঞ্জন সরকার৷ মাইক্রোবাইটাম প্রকৃতির মহাকাশ থেকে আসা এক মহাশক্তি ও চেতনার অতি সূক্ষ্ম রূপ৷ কোটি কোটি মাইক্রোবাইটাম নিয়ে একটি পদার্থের অণু তৈরী হয়৷ প্রধানত দু’ভাবে মাইক্রোবাইটাম শক্তি ও চেতনা কাজ করে৷ (১) অ

দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে টাক্সফোর্স একটি মুখোশের নাম

মিহিরকুমার দত্ত

বাজারে আলু বিক্রি হচ্ছে ২২ টাকা প্রতি কেজিদরে ৷ এখন শ্রাবণ মাস৷ আর দুমাস পরে কি দামে পৌঁছাবে আলুর দাম?