August 2018

বৃষ্টি পড়ে

প্রণবকান্তি দাশগুপ্ত

বৃষ্টি পড়ে টাপুর টুপুর

    কলকাতাতে বান,

ট্রাম বাস জিপ ট্যাক্সি মিনি

    ডুবল সকল যান৷

এক কন্যে পা পিছলে

    রাস্তায় সাঁতরান,

আর এক কন্যে জল থইথই

    ডাঙ্গার খোঁজে যান৷

আর এক কন্যে কোমর-জলে

    বলেন, ও ভাই মাঝি,

বাপের বাড়ীর ছাদে যাবো

    ক’পয়সায় রাজী?

কবি হবার সাধ

সাক্ষীগোপাল দেব

চেষ্টা করে ‘গবিতা’ হয়

    কবিতা কেউ বলে না

ব্যাঙের পাশে ঠ্যাং মিলিয়ে

    সে কবিতা চলে না৷

আমি হলুম ব্যাঙের কবি

    ঠ্যাঙ কেবলই ভরসা

ঠ্যাঙটা যদি না পাই খঁুজে

    সব কবিতা ফরসা৷

চিন্তা মনে জাগে অনেক

    মাথামুণ্ডু থাকে না

অকালপক্ক বুদ্ধি আমার

    সময় মত পাকে না৷

মাঝে মাঝে দেখা মেলে

    অনেক হবু হ’ত কবি

জেগে ওঠে সুড়সুড়িটা

    কলম দিয়ে আঁকব ছবি৷

বড়ো কবি হবার তরে

    তাদের দেখে দিই যে লাফ

ফলটা মেলে হাতে হাতে

    ঠ্যাঙ্টা ভেঙ্গে পড়ি বাপ্৷

উপস্থিত বুদ্ধি

‘তন্’ ধাতুর অর্থ হ’ল বেড়ে যাওয়া, অভিব্যক্ত হওয়া৷ যে মানুষ তার ভাবধারাকে নাচে–গানে অভিনয়ে–আবৃত্তিতে অভিব্যক্ত করতে পারে তার জন্যে ‘তন্’ ধাতুর উত্তর ড প্রত্যয় করে ‘ত’ শব্দ ব্যবহৃত হয়৷ তাই এক্ষেত্রে ‘ত’–শব্দের একটি অর্থ হ’ল ণট বা অভিনেতা৷

অভিনেতার মধ্যেও অনেক সময় অদ্ভুত রকমের উপস্থিত বুদ্ধি দেখা যায়৷ সে বিচারে তিনি দু’দিক দিয়েই ‘ত’৷ অভিনয় জগতের ‘ত’–এদের উপস্থিত–বুদ্ধি সম্বন্ধে বা উপস্থিত বুদ্ধির স্বভাব সম্বন্ধে অনেক গল্প প্রচলিত আছে৷ দু’একটি গল্প তোমাদের শোনাচ্ছি ঃ

নীতিবাদ

দাদাঠাকুরের চিঠি

ছোট্ট ভাইবোনেরা, তোমরা জেনেছ যে মানব জীবনের লক্ষ্য হ’ল ঈশ্বরকে উপলব্ধির দ্বারা আনন্দ লাভ করা৷ কিন্তু আমাদের মনের কামনা–বাসনা, লোভ–লালসা আমাদের ঈশ্বরের দিকে না নিয়ে গিয়ে আপাত সুখের জন্যে জড় ভোগের দিকে নিয়ে যায়৷ মনের এই কামনা বাসনাকে বাধা দিয়ে ভোগমুখী মনকে ঈশ্বরমুখী করা দরকার৷ তার জন্যে চাই কিছু বিধি–নিষেধ৷ যেমন, একটা চারা গাছকে গোরু–ছাগল থেকে রক্ষা করে বড় করে তুলতে গেলে তার চারপাশে বেড়া দেবার প্রয়োজন হয়, ঠিক তেমনি সাধকের সাধনার পথে এগিয়ে চলার জন্যে যে প্রাথমিক বেড়া বা অনুশাসনের প্রয়োজন তার নাম নীতিবাদ বা নৈতিকতা৷

ইংল্যাণ্ডের বিরুদ্ধে ম্যারাথন টেস্ট সিরিজ ভারতের কাছে বড় চ্যালেঞ্জ

পাঁচ টেস্টের সিরিজ শুরু হওয়ার আগে থেকেই ইংল্যাণ্ডের মিডিয়া বিরাট কোহলির ভারতকে ‘কাগুজে বাঘ’ রূপে দেখাতে চাইছে৷ আর বিরাটকে নানাভাবে সমালোচনা করতে ছাড়েনি৷ বাস দেরী করায় দুই অধিনায়কের একসঙ্গে ট্রফি নিয়ে ছবি তোলার সময়টা মিনিট পাঁচেক পিছিয়ে যায়৷ এ নিয়েও সমালোচনা করতে ছাড়েনি ব্রিটিশ মিডিয়া৷ আসলে মাঠের বাইরে থেকে যতটা পারা যায় মনোসংযোগে ব্যাঘাত ঘটানোর কাজটা করে চলেছে ব্রিটিশ সাংবাদিক মহল৷ খেলায় হার-জিত আছেই৷ যেদিন যে দল ভাল খেলবে সে দলই জয়ের হাসি হাসবে৷ আসলে ইংল্যাণ্ড ক্রিকেট দল ভারতের বিরুদ্ধে নিজেদের মাঠে ভাল খেলেছে প্রায় প্রতিটি সিরিজেই৷ রেকর্ড ঘাঁটলে দেখা যাবে ইংল্যাণ্ডের মাটিতে টেস্ট সিরিজ জি

বিশ্বকাপে শেষ আটে ভারত

ভারতের মহিলা হকি দল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল ইতালিকে ৩-০ গোলে হারিয়ে৷ লণ্ডনে ইতালির বিরুদ্ধে নমিতা-নেহা-বন্দনা-লালরেমসিয়ামিরা অসাধারণ হকি খেলেছে৷ মাঝ মাঠ আটোসাটো রেখে বার বার আক্রমণ শানিয়েছে ভারতের মেয়েরা৷ আয়ারল্যাণ্ডকে হারালেই সেমিফাইনালে যাওয়ার টিকিট পাওয়া যাবে৷ তাই স্বপ্ণ দেখছে ভারতীয় মহিলা হকি দল৷

রণতুঙ্গা ও অরবিন্দের বিরুদ্ধে গড়াপেটার অভিযোগ

ফের গড়পেটার কাণ্ডে জড়িয়ে পড়লেন ১৯৯৬ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুন রণতুঙ্গা ও তার সাথে আরও একজনের নাম উঠে এসেছে তা হলো অরবিন্দ ডিসিলভা৷ এদের বিরুদ্ধে ম্যাচ গড়পেটার অভিযোগ আনলেন শ্রীলঙ্কা বোর্ডের প্রাক্তণ প্রেসিডেন্ট থিলঙ্গা সুমতিপালা৷

গত ২৯ শে জুলাই রবিবার শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট সুমতিপালা বলেন যে, প্রথম থেকে অর্জুন ও ডিসলভা ম্যাচ গড়পেটা সঙ্গে যুক্ত ছিল৷ ‘গুপ্তা’ নামে উপমহাদেশের এক জনৈক ব্যষ্টির কাছ থেকে ১৫ হাজার মার্কিন ডলার  নিয়েছেন এরা দু’জনে৷ এই খবরটি সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যাওয়াতে দ্বীপরাষ্ট্রের ক্রিকেটমহলে শোরগোল পড়ে গেছে৷

বাগনানে আনন্দমার্গের সেবাদলের পক্ষ থেকে চিকিৎসা শিবির

 

Medical camp ৩বাগনানঃ গত ২৯শে জুলাই বাগনানে আনন্দমার্গের সেবাদলের পক্ষ থেকে একটি চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়৷ এখানে শতাধিক দুঃস্থ রোগীকে বিনাব্যয়ে চিকিৎসা করা হয়৷ চিকিৎসা করেন ডঃ চাঁদমোহন পাল, ডঃ শ্যামাপ্রসাদ মণ্ডল প্রমুখ৷ এই চিকিৎসা শিবিরটি ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন অবধূতিকা আনন্দ অন্বেষা আচার্যা

পরলোকে করুণানিধি

গত ৭ই আগষ্ট চেন্নাইতে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী দ্রাবিঢ় মুন্নেত্তা কাজাগাম (ডিএমকে) সভাপতি এম করুণানিধি পরলোক গমন করেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর৷ তিনি পাঁচবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন ও ১৩ বার বিধায়ক হয়েছিলেন৷ বার্ধক্যজনিত নানান রোগে তিনি ভুগছিলেন, ৭ই আগষ্ট সকাল ৬-টা ১০-মিনিটে চেন্নাইয়ের কাবেরি হাসপাতালে তিনি নিঃশ্বাস ত্যাগ করেন৷ ৮ই আগষ্ট মেরিণা সৈকতে ডিএমকে-র প্রতিষ্ঠাতা সি. এন আন্নাদুরাই-এর সমাধির পাশেই তাঁকে সমাহিত করা হয়৷

১০.৫ শতাংশ শিক্ষিত বেকার

২০১৭ সালে বেকারত্ব ইস্যুতে সারা বিশ্বের নিরিখে ভারতের স্থান দশম স্থানে৷ ওই বছর দেশে ১০.৫ শতাংশ শিক্ষিত যুবক  বেকার ছিলেন৷ বলা বাহুল্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসায় আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি বছরে ২ কোটি মানুষের কর্ম সংস্থানের ব্যবস্থা করবেন৷ কিন্তু, ক্ষমতায় আসার পর তিনি তাঁর প্রতিশ্রুতি কতটা পালন করেছেন সে সম্পর্কে একেবারে চুপ৷ স্পষ্টই বোঝা যাচ্ছে ওই প্রতিশ্রুতি কার্যে পরিণত করা হয়নি৷ বেকার সমস্যাই বর্তমানে দেশের অন্যতম প্রধান সমস্যা৷ বেকার সমস্যার সমাধান করে অর্থনীতির উন্নয়নের যতই ঢাক পেটানো হোক না কেন সে সবই শূন্যগর্ভ৷