May 2020

মার্গীদের বিশদ বিবরণ

প্রাউটকে কাজে লাগিয়ে আগামী দিনে ব্লকভিত্তিক অর্থনৈতিক পরিকল্পনা ও তার বাস্তবায়নের রূপরেখা তৈরি করতে সকল মার্গী ভাই-বোনদের এই ফর্ম পুরণ করতে আবেদন জানানো হচ্ছে। এই সংক্রান্ত কোন প্রশ্ন বা সহায়তার জন্য আচার্য্য রবীশানন্দ অবধুত দাদার সঙ্গে যোগাযোগ করুন। 

 

To plan and execute block level planning according to PROUT, all the margii brothers and sisters are requested to fill this form. For form in English click here.

Detailed Margii Information

To plan and execute block level planning according to PROUT, all the margii brothers and sisters are requested to fill this form. For clarification and help, please contact A'ca'rya Ravishananda Avadhuta in this regard.

 

প্রাউটকে কাজে লাগিয়ে আগামী দিনে ব্লকভিত্তিক অর্থনৈতিক পরিকল্পনা ও তার বাস্তবায়নের রূপরেখা তৈরি করতে সকল মার্গী ভাই-বোনদের এই ফর্ম পুরণ করতে আবেদন জানানো হচ্ছে। বাংলা ফর্ম-এর জন্য এখানে টিপুন।

বিশেষ ঘোষণা

পৃথিবীব্যপী করোণা বাইরাস আক্রমণে মহামারীতে সকলকে গৃহবন্দী অবস্থায় থাকতে হচ্ছে। দোকান-পাট, জান-বাহন সবই একপ্রকার বন্ধ। এমতাবস্থায় গত একমাসাধিক কাল সাপ্তাহিক নোতুন পৃথিবী পত্রিকা প্রকাশ করা যাচ্ছে না। পাঠকদের এই অসুবিধা হওয়ায় আমরা আন্তরিক ক্ষমা প্রর্থনা করি। ২০২০ সালের ৭ই মে থেকে যতদিন  না নোতুন পৃথিবীর ছাপানো সংস্করণ প্রকাশ করা সম্ভব হচ্ছে ততদিন পর্যন্ত নোতুন পৃথিবীর বৈদ্যুতিন  সংখ্যা প্রকাশিত হবে।

 

 

লকডাউনের বিধি নিষেধ মেনে বীজন সেতুতে দধীচি দিবস পালন

৩০ শে এপ্রিল নিজস্বপ্রতিনিধিঃ     আনন্দমার্গ প্রচারক সংঘের কেন্দ্রীয় কমিটির জনসংযোগ সচিব আচার্য তন্ময়ানন্দ অবধুত জানান করোণা পরিস্থিতি ও লকডাউনের  কারণেএবছরবিজন সেতুতে জনসমাগম করা সম্ভব হয়নি তবে লকডাউন এর বিধি নিষেধ মেনে তাঁরা পাঁচজন বিজন সেতুতে গিয়ে অমর দধীচিদের শ্রদ্ধা জানিয়ে আসেন।

১৯৮২ সালের ৩০শে এপ্রিল তৎকালীন পশ্চিমবঙ্গের শাসক সিপিএমের ঘাতক বাহিনীর হাতে বীজন সেতু ও বন্ডেল গেটে নৃশংসভাবে খুন হয়েছিলেন আনন্দমার্গের ১৭ জন সন্ন্যাসী সন্ন্যাসিনী। সেই নৃশংস হত্যাকাণ্ডের বিচার আজও হয়নি।

মার্গগুরু শ্রীশ্রী আনন্দমূর্তিজীর ১০০ তম শুভ জন্মতিথি উৎসব

আগামী কাল ৭ই মে, আনন্দপূর্ণিমা (বৈশাখীপূর্ণিমা) তিথিতে আনন্দমার্গের প্রতিষ্ঠাতা শ্রী শ্রীআনন্দমূর্তিজীর শুভ শততম আবির্ভাব দিবস পালিত হবে। এবার কভিড-১৯ এর পরিপ্রেক্ষিতে লকডাউনের জন্যে পরিবর্তিত পরিস্থিতিতে কীভাবে এই দিনটিকে পালন করবেন মার্গের কেন্দ্রীয় কার্যালয়ের পক্ষ থেকে জানানো হচ্ছে :

আদিবিন্দু আর অন্তবিন্দু

যখন কেউ কোন কাজ করে তাকে কিছু বিধি নিয়ম মেনে চলতে হয়। যাঁর এই নিয়ম কানুন তৈরি করার অধিকার আছে তাঁকে বলা হয় নিয়ন্ত্রক সত্তা।আমাদের এই মহাবিশ্বে অনেক কর্ম সংঘটিত হচ্ছে, অনেক রকমের অভিব্যক্তি নিরন্তর প্রকাশিত হয়ে চলেছে।বিভিন্ন তরঙ্গধারা নানা উৎস থেকে উৎসারিত হয়ে চলেছে। তাই এসবের জন্য একজন বেশ শক্তপোক্ত নিয়ন্ত্রক সত্তা  থাকতেই হবে। কিন্তু সেই সত্তা একটা যন্ত্রের মত কাজ করে চলবেন না। তিনি অবশ্যই হবেন ভালোবাসার মূর্ত্ত প্রতিরূপ।

পরিকল্পনার মৌল নীতি

যাঁরা বিভিন্ন স্তরে যোজনা পর্ষদের সঙ্গে সংযুক্ত সেই ধরণের বড় বড় অর্থনীতি-বিদদের কোন পরিকল্পনা প্রণয়নের আগে যে কয়েকটি বিষয়ের দিকে বিশেষ নজর দেওয়া উচিত সেগুলি হল–

* উৎপাদনের ব্যয়       * উৎপাদন–ক্ষমতা

* ক্রেতার ক্রয়ক্ষমতা     * সামূহিক প্রয়োজনীয়তা৷

এবার উপরি–উক্ত বিষয়গুলির প্রত্যেকটি নিয়ে আলোচনা করা যাক৷

উৎপাদন–ব্যয়

কভিড-১৯-এর প্রেক্ষিতে মাইক্রোবাইটাম তত্ত্ব

আচার্য সত্যশিবানন্দ অবধূ্ত

বর্তমানের করোনা বাইরাস সারা বিশ্বে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। যে ভাবে চীনের হুবেই  প্রদেশের উহান শহর থেকে শুরু করে সমগ্র চীন, ইতালি, স্পেন, ইংল্যান্ড, আমেরিকা যুক্তরাষ্ট্র, ইরান , ভারত, পাকিস্তান সহ প্রায় সমস্ত রাষ্ট্রেই ছড়িয়ে  পড়েছে  ও প্রায় সর্বত্রই এর থেকে ত্রাহি ত্রাহি রব উঠেছে, এই পরিপ্রেক্ষিতে মহাসম্ভূতি ধর্ম গুরু শ্রী শ্রী আনন্দ মূর্ত্তিজী, যিনি মহান দার্শনিক ও যুগান্তকারী 'মাইক্রোবাইটাম' তত্ত্বের উদ্ভাবক শ্রী প্রভাত রঞ্জন সরকার নামেও সমধিক  পরিচিত, তাঁর তত্ত্বের ভিত্তিতে করোনা বাইরাসের মত মারাত্মক রোগজীবানুর হাত থেকে বাঁচার উপায় কী -এর উপর কিছু আলোকপাত করছি।

লকডাউনে বিপন্ন মানুষের পাশে আনন্দমার্গ প্রচারক সঙ্ঘ

বিশ্বব্যাপী করোণা ভাইরাসের আক্রমণ ও সারা ভারতে লকডাউনে বিপন্ন মানুষের পাশে আনন্দমার্গ প্রচারক সঙ্ঘ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। কয়েকটি নিদর্শন ছবি সহকারে দেওয়া হলো।