শিল্পগুরু সম্মান পাচ্ছেন বাঙলার শোলাশিল্পী
শিল্পগুরু সম্মান পাচ্ছেন বাঙলার শোলাশিল্পী বাঙলার শোলশিল্পের খ্যাতি বিশ্বজুড়ে৷ বিশ্বের বিভিন্ন সংগ্রহ শালায় শোভা পাচ্ছে বাঙলার শোলার সুনিপুন শিল্প-কর্ম৷ বর্ধমান জেলার মঙ্গলকোটের বনকাপাশি গ্রাম শোলা শিল্পের জন্যে খ্যাত৷ এই গ্রামের শোলা শিল্পি আশিষ মালাকার এবার শোলাশিল্পে তাঁর অবদানের জন্য আশিষ ‘শিল্পগুরু’ সম্মান পাচ্ছেন৷ কেন্দ্রীয় সরকার প্রতিবছর হস্ত শিল্পে অবদানের জন্যে বিভিন্ন শিল্পিকে এই সম্মান দিয়ে থাকে আশিষ মালাকার এর আগে শোলা শিল্পে তাঁর নৈপুণ্যের জন্যে রাষ্ট্রপতি পুরষ্কার পেয়েছেন৷ এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে তাঁর শোলা শিল্প প্রশংসা পেয়েছেন৷ আদিত্য মালাকরও সোলা শিল্পে নিপুণতার জন্যে র