May 2022

বাঙালীদের সাংবিধানিক অধিকার হরণের প্রতিবাদে আগরতলায় আমরা বাঙালীর মিছিল সভা

গত ৭ইমে আগরতলা শহরে ‘আমরা বাঙালী’র রাজ্য সম্মেলন উপলক্ষ্যে একটি মিছিল শহর পরিক্রমা করে শকুন্তলা রোড সংলগ্ণ স্থানে জমায়েত হয়৷ সেখানে একটি সভা অনুষ্ঠিত হয়৷ সভায় বিভিন্ন বক্তা ত্রিপুরায় বিজেপি শাসনে বাঙালী নির্যাতনের করুন চিত্র তুলে ধরেন তাঁদের বক্তব্যে৷ বিভিন্ন বক্তা বলেন রাজ্যে বাঙালীর অধিকার হরণ করতে ও বাঙালীকে রাজ্যে বিদেশী বানাতে হীন চক্রান্ত চলছে৷ জমি ফেরৎ, টি.এন.বি চুক্তির মত বাঙালী বিদ্বেষী সমস্ত আইন বাতিলের দাবী ওঠে সভা  থেকে৷ আমারা বাঙালীর অভিযোগ রাজ্য শাসকদলের প্রত্যক্ষ মদতে বাংলাভাষা কৃষ্টি সংস্কৃতিকে অবদমিত করে রাখা হচ্ছে ও বাঙালীদের নিজ ভূমি থেকে উৎখাত করার  চক্রান্ত চলছে৷ এই অবস

বাংলা ভাষা মঞ্চের রবীন্দ্র জয়ন্তী

কলকাতা,গত ৯ই মে সর্বভারতীয় বাংলা ভাষা মঞ্চের বারাসাত আঞ্চলিক কমিটির উদ্যোগে, উঃ২৪পরগণার বারাসাত,হরিতলার  এবিপিটিএ হলে পালিত হল কবিগুরুর ১৬২তম জন্মজয়ন্তী৷ রবীন্দ্র জন্মদিনের অপরাহ্ণজুড়ে গানে কবিতায় আলোচনায় অংশ নেন সাহিত্যিক কপিলকৃষ্ণ ঠাকুর ও বাংলাভাষা মঞ্চের কেন্দ্রীয় সম্পাদক, সমাজ-ভাষা-গবেষক নীতীশ বিশ্বাস৷ সভাপতিত্ব করেন প্রবীন সাহিত্যিক রাখাল রাজ চট্টোপাধ্যায়৷ অনুষ্ঠান সঞ্চালনা করেন অনুষ্ঠানের যুগ্ম আহ্বায়ক ডাঃ দুলালকৃষ্ণ দাস ও অসিত চক্রবর্তী৷