কানাডায় বিপুল বোটে জয়ী হয়ে এমপি পদে নির্বাচিত হল এক বাঙালি
কানাডার এমপি বব বেনজেন রাজনীতি থেকে গত ডিসেম্বরে অবসর নেওয়ার ফলে এই ক্যালগেরি হেরিটেজ কেন্দ্রটিতে উপ-নির্বাচন করতে হয়৷ স্থানীয় সময় গত সোমবার রাতে ফল প্রকাশিত হলে জানা যায়, কনজারভেটিভ দলের প্রার্থী শুভালয় মজুমদার দুই-তৃতীয়াংশ বোট পেয়ে জয়ী হয়েছেন৷ অনেক পিছনে পড়ে রয়েছেন শাসক দল লিবারাল পার্টি ও আর একটি দল নিউ ডেমোক্র্যাটিক পার্টির দুই প্রার্থী৷ প্রসঙ্গত, ২০১৫ থেকে ২০১৯ এই চারবছর এই কেন্দ্র থেকেই এমপি ছিলেন দেশের তৎকালীন প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার৷ ২০১৯-এর নির্বাচনে জাস্টিন ট্রুডোর লিবারাল পার্টির কাছে কনজারভেটিভ দল হেরে যাওয়ার পরে ইস্তফা দেন তিনি৷