ফুটবলের মতো ক্রিকেটেও লাল কার্ডের নিয়ম চালু
পুরুষ ও মহিলাদের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের আগামী মরসুম থেকে ক্রিকেটেও লাল কার্ডের নিয়ম চালু করা হবে বলে জানানো হয়েছে৷ অর্থাৎ মন্থর গতির বোলিং করতে গেলে শুধু ৩০ গজ বৃত্তের মধ্যে অতিরিক্ত ফিল্ডার রাখতে হবে মন্থর বোলিংয়ের এটাই হল করা নিয়ম৷ ফিল্ডারকে অ্যাম্পায়ার লাল কার্ড দেখাবে৷ অর্থাৎ শেষ ওভারে ১০ জন ফিল্ডার থাকবে মাঠে৷