শিক্ষা বিস্তারে আনন্দমার্গ
২০০১ সালের ফেব্রুয়ারী মাসঙ্গী পাঁশকুড়া ব্লকের অন্তর্গত একটি আনন্দমার্গ স্কুলে বিকেল থেকেই পুরস্কার বিতরণী ও সাংসৃকতিক অনুষ্ঠান শুরু হয়েছে৷ সবশেষে ছিল ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে একটি নাটিকা---‘‘ধর্মের জয়’’ একটি ছোট্ট মেয়ে কৃষ্ণের ভূমিকায় অভিনয় করছিল৷ তার মিষ্টি-মধুর হাসি, আধো আধো কথা, মিটিমিটি চাহনি, দাঁড়ানোর ভঙ্গিমা ইত্যাদি এতখানি নয়নাভিরাম ছিল যে দর্শকরা অভিভূত হয়ে অনন্যচিত্তে তা উপভোগ করছিলেন৷ কারও কারও মনে হয়েছিল---পরমপুরুষ শ্রীকৃষ্ণ সত্যসত্যই কিছুক্ষণের জন্য মর্তভূমিতে এসে হাজির হয়েছেন৷ বয়স্কলোকেরা ভক্তি গদ গদ চিত্তে মুহুর্মুহু প্রণাম জানাতে শুরু করেছিলেন৷ একসময়