প্রণবকান্তি দাশগুপ্ত
মেদিনীপুরের হবিবপুর গ্রামের মেঠো পথ দিয়ে সাইকেল চেপে চলেছেন একজন দারোগা৷ দারোগার পিঠে বন্দুক বাঁধা৷ পথের পাশেই একটা মাঠ৷ গ্রামের কতকগুলি ছেলে ডাংগুলি খেলছিল সেই মাঠে৷
হঠাৎ ডাং ফেলে একটি ছেলে ছুটে এসে দাঁড়ালো দারোগার গমন পথে৷
বাধা পেয়ে দারোগা সাইকেল থেকে নেমে দাঁড়ালেন৷ ব্যতিব্যস্ত হয়ে জিজ্ঞেস করলেন--- কি চাও?
ছেলেটির ক্ষুদক্ষুদে দুই চোখে যেন গোধূলিলগ্ণের রক্তিমাভা৷ ছেলেটি দারোগার আপাদমস্তক কিছুক্ষণ নিরীক্ষণ করে বেমালুম বলে বসলো, আপনার বন্দুকটা আমায় দেবেন?
কী সাংঘাতিক আবদার৷
বন্দুক দিয়ে তুমি কি করবে? কৌতূকের হাসি হেসে জিজ্ঞেস করলেন দারোগা৷