April 2024

শ্বাসযন্ত্র সংক্রান্ত রোগ ও জ্বররোগে তুলসী ও মধুর প্রয়োগ

তুলসীর পরিচয় ও প্রজাতি ঃ বিশ্বে এক শতাধিক প্রজাতির তুলসী বা চ্ত্রব্দন্প্ত বর্গীয় গাছ রয়েছে৷ তুলসী জন্মায় আইবেরিয়ায় (স্পেন ও পর্তুগাল) সবচেয়ে বেশী৷ ৰাঙ্গালীস্তানের মাটি, জল, আবহাওয়া তুলসীর পক্ষে খুবই উপযোগী৷ শুধু ৰাঙ্গালীস্তান নয়, সমগ্র ভারতের প্রতি গৃহেই তুলসীর গাছ রাখার বিধি, এর ঔষধীয় গুণের কথা ভেবেই৷ সমগ্র তুলসী বর্গীয় গাছের একটা নিজস্ব বর্ণ–গন্ধ আছে৷ যদিও সকল রকম স্বভাবের তুলসীর ৰীজ অনেকটা এক ধরনের ও তুলসী বর্গের মূল গন্ধ সবাইতে আছে, তবুও সবাইকারই স্বকীয় বৈশিষ্ট্য হিসেবে নিজস্ব গন্ধও আছে৷ যে কয়েক প্রজাতির তুলসী ৰাংলার একেবারে স্থানীয় অর্থাৎ ব্যাঞ্জালাইটিস বর্গীয়, তাদের মধ্যে রাধাতুলসী ও

নববর্ষের আশিস

আচার্য প্রবুদ্ধানন্দ অবধূত

নববর্ষের শুভ প্রভাতে

প্রীতিভরা অভিনন্দন

জানাই সকলকেই  এ জগতে,

আনন্দে কাটুক সবার মন৷                           

 

হৃদয়ে আজ হোক

চেতনার উন্মেষ,

দূর হোক জড়ীভূত

দ্বন্দ্ব ও বিদ্বেষ৷

 

আমরা রয়েছি মিলে

এক প্রাণ এক মন,

সবাই সবার পাশে

 সবাকার আপনজন৷

 

কেহ নয় পর, দু দিনের খেলা, 

এই ভুবনের লীলা,

নিঃস্ব হাতে আবির্ভূত

নিঃস্ব হাতেই ফিরিবার পালা..

 

মিছে হানাহানি কেনই বা এত,                                          

দুঃখ কিসের তরে?

গাজনের গপ্পো

প্রণবকান্তি দাশগুপ্ত

শিব নাকি শ্রাবণ মাসে জন্মেছিলেন৷ আর বিয়ে করেছিলেন চৈত্রমাসের শেষে৷ তাই তো চৈত্রমাসের শেষে হিন্দুনারীরা উপোস করে৷ তারা বলেন নীলের উপোস৷ আর তার সঙ্গে শুরু হয় গাজন উৎসব৷ শিবের বিয়ে উপলক্ষ্যে সন্ন্যাসীরা ছিলেন বরযাত্রী৷ বরযাত্রীরা মাঝে মাঝে গর্জন করতেন৷ সেই গর্জন থেকে গাজন শব্দের উৎপত্তি৷

ঐরাবত

 বৈদিক ভাষায় ‘ইর’ ধাতুর মানে হচ্ছে নড়াচড়া করা৷ ‘ইর্‌’ ধাতুর উত্তর ‘অল’ প্রত্যয় করে আমরা ‘ইর্‌’ শব্দ পাচ্ছি (স্ত্রীলিঙ্গে ‘ইরা’) যার ভাবারূঢ়ার্থ হচ্ছে  যা নড়াচড়া করে,আর যোগারূঢ়ার্থ হচ্ছে ‘জল’৷ এই ‘ইর’ বা ‘ইরা’ যাতে আছে এই অর্থে  ইর+  মতু+প্রথমার একবচনে ‘ইরাবান্‌’ স্ত্রীলিঙ্গে ‘ইরাবতী’৷ ‘ইরাবৎ’ বা ইরাবতী শব্দের ভাবারুঢ়ার্থ হ’ল বৃহৎ জলাশয়৷ যোগারূঢ়ার্থ ‘ইরাবৎ’ মানে সমুদ্র আর ‘ইরাবতী’ মানে ৰড় নদী৷ পঞ্জাবে ‘ইরাবতী’ নামে একটি প্রসিদ্ধ নদী আছে, ইংরাজীতে যাকে ‘রাবি’ Ravi) ৰলা হয়ে থাকে৷ ব্রহ্মদেশেরও সর্বপ্রধান নদীটির নাম ইরাবতী ৷ রেঙ্গুন শহর এই ইরাবতীর ৰ-দ্বীপেই অবস্থিত৷ পৌরাণিক কথা অনুযায়ী সমুদ্র বা

গদ্দী মেঁ কৌন্ হ্যায়

মানুষ আরামের অন্বেষণ করে৷ তাই এই অর্থে ‘ঢুণ্ঢ’ড করে যে ‘ঢ’ শব্দ পাই  তার একটা অর্থ হ’ল আরামের উপকরণ (ভাবারূঢ়ার্থ), যোগারূঢ়ার্থে ‘গদি’৷ গদি বলতে ৰোঝায় যা শয়নকে বা উপবেশনকে আরামদায়ক করে দেয়৷ খাটের তোষকের নীচে যে গদি ব্যবহার করি ৰা চেয়ারের ওপর যে গদি ব্যবহার করি তার জন্যে ‘ঢ’ ব্যবহার করা যেতে পারে৷

জুন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হতে চলেছে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের

বাংলায় প্রথমবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আয়োজন করতে চলেছে সিএবি৷ মঙ্গলবার প্রতিযোগিতার দিনও ঘোষণা করে দিলেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়৷ ১২ জুন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হতে চলেছে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের৷

মোট আটটি ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে হবে এই প্রতিযোগিতা৷ স্নেহাশিস বলছিলেন, ‘‘বেশির ভাগ ফ্র্যাঞ্চাইজির সঙ্গেই পাকা কথা হয়ে গিয়েছে৷ এ বার এক দু’টি ফ্র্যাঞ্চাইজি আছে যাদের সঙ্গে পাকা কথা শেষ হয়নি৷ আশা করছি, আগামী ১৫ দিনের মধ্যেই সরকারি ভাবে ঘোষণা করে দেওয়া হবে আটটি দলের নাম৷’’

আগামী ৫ই জুন থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতিও শুরু হতে চলেছে

আইপিএল শেষ হলেই শুরু হয়ে যাবে বিশ্বকাপ৷ ভারতীয় বোর্ডকে দল ঘোষণা করতে হবে৷ ২ জুন আমেরিকা এবং কানাডার ম্যাচ দিয়ে শুরু হবে এই প্রতিযোগিতা৷ ভারতের প্রথম ম্যাচ ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে৷ কিন্তু আইপিএল শেষ হওয়ার পর দল ঘোষণার সুযোগ নেই৷ তাই আইপিএলের মাঝেই ভারতীয় বোর্ডকে দল ঘোষণা করতে হবে৷ সূত্রের খবর, এপ্রিলের শেষ দিক বা ১ মে ভারতের দল ঘোষণা করা হতে পারে৷

ভারতের সংবিধান ঃ  নীতি ও প্রয়োগের বিরোধ

১৯৪৭ সালের ১৫ই আগষ্ট ভারত ব্রিটিশের কবল থেকে মুক্ত হয়৷ এরপর ভারতের রাষ্ট্রনীতি কী হবে, কীভাবে আমাদের দেশের শাসন ব্যবস্থা চলবে তা নির্ধারণের জন্যে ডঃ বি.আর.

৭৭ বছরে স্বদেশী শাসনের জগদ্দল পাথর বুকে নিয়ে আর কতদিন চলবে দেশবাসী

প্রবীন প্রাউটিষ্ট শ্রীপ্রভাত খাঁ বাঙলা নববর্ষের দিন শ্রীরামপুরে এক আলোচনায় বলেন---স্বদেশী শাসনের ৭৭ বছরের শোষণ বিদেশী ব্রিটিশের শোষণকে ছাড়িয়ে গেছে৷ ধনী দরিদ্র্যের মধ্যে  অর্থনৈতিক বৈষম্য, জাতিবিদ্বেষ দেশকে চরম অস্থিরতার দিকে নিয়ে যাচ্ছে৷ শাসকদলের স্বৈরাচারি ভূমিকার সমালোচনা করছেন স্বয়ং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের স্বামী৷

মেঘালয়ে বাঙালী হত্যা চলছেই নির্বিকার রাজ্য ও কেন্দ্র সরকার ক্ষুব্ধ আমরা বাঙালী দায়ী করলো খাসি ছাত্র সংস্থাকে

মেঘালয়ে আবার বাঙালী খুন৷ গত  ১০ই এপ্রিল শিলং-এর মাওলাইতে একদল দুষৃকতি বাঙালী শ্রমিকদের উপর হামলা করে মারাত্মক অস্ত্র নিয়ে৷ দুষৃকতিদের আক্রমণে তিনজন শ্রমিক গুরুতর আহত হয়৷ তাদের মধ্যে  অর্জুন রায় নামের ৫২ বছর বয়সি এক শ্রমিক হাসপাতালে মারা যায়৷ কয়েকদিন আগেই মেঘালয়ের খাসি ছাত্র সংস্থার সিএএ বিরোধী এক মিছিলের পর এক বাঙালীকে খুন করে৷ এর প্রতিবাদে ২রা এপ্রিল আমরা বাঙালী সংস্থা কলিকাতায় মেঘালয় ভবনে এক স্মারকপত্র দিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারকে দুষৃকতিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ও খাসি ছাত্র সংস্থাকে নিষিদ্ধ ঘোষণা করার দাবী জানায়৷ কিন্তু সরকার নির্বিকার৷ তাই দুষৃকতিরা আবার এই নির্মম হত্যাকাণ্ড ঘটাতে  সা