দশ বছরে আর্থিক বৈষম্য ব্রিটিশরাজকে ছাপিয়ে গেল বণিকের হাতে রাজদণ্ড---শাসক যন্ত্রবৎ
২০১৪ সালে নির্বাচনের ফল প্রকাশ হতেই নরেন্দ্র মোদি উৎফুল্ল হয়ে বলেছিলেন---‘আচ্ছে দিন আনে বালে হ্যায়’ কিন্তু কার ‘আচ্ছে দিন’ জনগণ সেদিন বুঝতে ভুল করেছিল৷ গত দশবছরে দেশে আর্থিক বৈষম্য এতটাই বৃদ্ধি পেয়েছে যে বিশ্বের প্রথম সারির অর্থনীতিবিদদের মত হলো ভারতে আর্থিক বৈষম্য পরাধীন ভারতে ব্রিটিশ জমানার থেকেও বেশী৷ সম্প্রতি ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ল্যাব-প্যারিস স্কুল অব ইকোনমিক্স-এর একটি প্রতিষ্ঠান দাবী করে ভারতে ধন বৈষম্য পরাধীন ভারতে ব্রিটিশরাজকেও পিছনে ফেলে দিয়েছে৷