টর্নেডোর আক্রমণে বিধবস্ত জলপাইগুড়ি
হঠাৎ টর্নেডোর প্রকোপে বিধবস্ত অবস্থা হয়েছে জলপাইগুড়ির কিছু গ্রামের৷ প্রায় ৩০ ফুট লম্বা শিমুল গাছের সবচেয়ে উঁচু ডালে ঝুলে রয়েছে তোষক৷ কোনও গাছের মগডালে আটকে রয়েছে প্লাস্টিকের চেয়ার৷ যে দিকে তাকানো যায়, কোনও বাড়ির মাথা চোখে পড়ে না৷ সে সব দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে মাটিতে৷ এ কোন গ্রাম! গত রবিবারের মিনিট কয়েকের ঝড় জলপাইগুড়ির ময়নাগুড়ির বার্নিশকে বদলে দিয়েছে৷ গ্রামের বাসিন্দারা বলছেন, ‘‘গ্রামকে গুঁড়িয়ে দিয়েছে৷’’