কৌশিক খাটুয়ার কবিতা
(১)
পূব দিগন্তে রবির হাসি
কাটিয়ে বর্ষা রাত
শিশির ভেজা শিউলি ফুলে
স্নিগ্দ সুপ্রভাত৷
কালো মেঘের চোখ রাঙানি
কোথায় ভেসে যায়
হৃদয়ে বাইরে সোনালী ভোর
ছিল যে প্রতিক্ষায়৷
(২)
তোমার চরণ রেখা
চির প্রত্যাশিত সখা
সেই পথ মোর গতিপথ,
যে পথে আলোক শিখা
সূর্য চন্দ্র নীহারিকা
সুসজ্জিত করে তব রথর
- Read more about কৌশিক খাটুয়ার কবিতা
- Log in to post comments